আজ মঙ্গলবার | ৭ জানুয়ারি ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১ | ৬ রজব ১৪৪৬ | সকাল ৬:২২

সোনারগাঁয়ে চালককে হত্যা ৩জন গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ২৮ অক্টোবর, ২০২৪ | ৫:৪০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোহাম্মদ হানিফ (৬০) নামের এক প্রাইভেটকার চাললকে হত্যা ও গাড়ী ছিনতাইয়ের ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকান্ডের সাথে জড়িত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার কাচঁপুর নয়ামাটি গ্রামের বাবুল মিয়ার ছেলে কামরুল ইসলাম (২৩), মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়া গ্রামের মনির হোসেনের ছেলে ওমর হোসেন (৩৪), একই এলাকার গোলাম মাহমুদের ছেলে মুজাহিদুল ইসলাম (৩৫)। এসময় তাদের দেয়া তথ্যানুযায়ী ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। রোববার দিবাগত রাতে সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) আল ইসলাম ও আব্দুল জলিল সহ সঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে রাজধানীর তেজগাঁও ও মদনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন। বিষয়টি নিশ্চিত করে সোমবার দুপুরে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী জানান, গত শুক্রবার রাতে আবু হানিফ নামের গাড়ি চালকের গাড়ি দিয়ে চারজন ছিনতাইকারী যাত্রী সেজে বিমানবন্দর থেকে আসে। পরে সোনারগাঁয়ের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় এসে চালক আবু হানিফ ধারালো অস্ত্রের মাধ্যমে কুপিয়ে হত্যা করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশের কয়েকটি দল অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে। আসামিরা স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রাম সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হানিফ লক্ষীপুর জেলার রায়পুর থানার কেরোয়া এলাকার মৃত মো: কেরামত আলীর ছেলে। পেশায় তিনি একজন ড্রাইভার ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ১৫:৪৯
  • ১৭:২৯
  • ১৮:৪৮
  • ৬:৪২
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা