আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | রাত ১১:০৮

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলায় আহত ৫ সাংবাদিক

ডান্ডিবার্তা | ২৯ অক্টোবর, ২০২৪ | ৯:০৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় প্রেসক্লাবে সাবেক সাধারন সম্পাদক ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি সহ অন্তত ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় রনি নামে এক জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে রনির সেদৃদ্বে এ হামলার ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন জানায়, দুুপুরে ২০/২৫ জনের একটিদল সন্ত্রাসী রনির নেতৃত্বে নারায়ণগঞ্জ ক্লাবের পাঁচতলায় উঠে হামলা ও ভাংচুর করে। এ সময় ক্লাবে অবস্থানরত সাংবাদিকরা তাদের বাঁধা দিলে সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা করে। এ সময় সাংবাদিক ইউনিয়ন নারায়ণঞ্জ শাখার সভাপতি ও আমার দেশ পত্রিকার সাবেক স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদসহ অন্তত ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় মাসুদ রানা রনি নামে এক জনকে আটক করেছে বলে জানায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম। আটককৃত রনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এর ঘনিষ্ট সহযোগী। হামলায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এ হামলার ঘটনার পর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কর্যকরী পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে প্রেসক।াব নেতৃকৃন্দ বলেন, পেশাদার সাংবাদিকদের যানমালের নিরাপত্তা ও সংবাদ পরিবেশনে স্বাধীনতা নিশ্চিত করা হয় প্রেসক্লাবে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য তথ্য উপদেষ্টার জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনারই নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোশিয়েশনের পক্ষ পক্ষ থেকে সভাপতি হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। প্রেসক্লাবের পক্ষ থেকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু। তিনি বলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৫৮ বছরে এমন ন্যাক্কারজনক হামলার ঘটনা আর ঘটেনি।  এদিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ, জেলা সাংবাদিক ইউনিয়ন, ফতুল্লা প্রেসক্লাব, বন্দর প্রেসক্লাব, সোনারগাঁও প্রেসক্লাব, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাব, আড়াইহাজার থানা প্রেসক্লাব, রূপগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা