ডান্ডিবার্তা রিপোর্ট:
ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় প্রেসক্লাবে সাবেক সাধারন সম্পাদক ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি সহ অন্তত ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় রনি নামে এক জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে রনির সেদৃদ্বে এ হামলার ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন জানায়, দুুপুরে ২০/২৫ জনের একটিদল সন্ত্রাসী রনির নেতৃত্বে নারায়ণগঞ্জ ক্লাবের পাঁচতলায় উঠে হামলা ও ভাংচুর করে। এ সময় ক্লাবে অবস্থানরত সাংবাদিকরা তাদের বাঁধা দিলে সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা করে। এ সময় সাংবাদিক ইউনিয়ন নারায়ণঞ্জ শাখার সভাপতি ও আমার দেশ পত্রিকার সাবেক স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদসহ অন্তত ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় মাসুদ রানা রনি নামে এক জনকে আটক করেছে বলে জানায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম। আটককৃত রনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এর ঘনিষ্ট সহযোগী। হামলায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এ হামলার ঘটনার পর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কর্যকরী পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে প্রেসক।াব নেতৃকৃন্দ বলেন, পেশাদার সাংবাদিকদের যানমালের নিরাপত্তা ও সংবাদ পরিবেশনে স্বাধীনতা নিশ্চিত করা হয় প্রেসক্লাবে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য তথ্য উপদেষ্টার জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনারই নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোশিয়েশনের পক্ষ পক্ষ থেকে সভাপতি হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। প্রেসক্লাবের পক্ষ থেকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু। তিনি বলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৫৮ বছরে এমন ন্যাক্কারজনক হামলার ঘটনা আর ঘটেনি। এদিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ, জেলা সাংবাদিক ইউনিয়ন, ফতুল্লা প্রেসক্লাব, বন্দর প্রেসক্লাব, সোনারগাঁও প্রেসক্লাব, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাব, আড়াইহাজার থানা প্রেসক্লাব, রূপগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯