ডান্ডিবার্তা রিপোর্ট:
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, দীন প্রতিষ্ঠায় বিজয়ের আন্দোলন ব্যবসায়ী ও সুধীদের ভুমিকা অনস্বীকার্য। আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছেন তারা সম্পদ ব্যয় করে এবং যাদের সম্পদ নেই তারা শ্রম দিয়ে দীন বিজয়ের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। দীনকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ের করতে হলে উভয়ের অংশগ্রহণ অপরিহার্য।
তিনি আরও বলেন, সংগঠনের তৃণমূল পর্যায়ে সকল দায়িত্বশীদের আরও কর্মঠ হতে হবে। দ্বীনের প্রয়োজনে যেকোন যখন ডাক আসবে তখনই সাড়া দিতে হবে। তাহলেই সে যোগ্য দায়িত্বশীল বলে পরিগণিত হবে। বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৪ নং ওয়ার্ড এর সভাপতি মুহা. মজিবুর রহমান ও সেক্রেটারি আমির হোসেনের সঞ্চালনায় সাংগঠনিক কার্যক্রম মজবুতি অর্জনের জন্য আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ডের দ্বীনি সংগঠন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯