ডান্ডিবার্তা রিপোর্ট:
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশে কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত সব বয়সের প্রায় সব পেশার মানুষই এখন মাদকের সাথে জড়িত। মাদক নির্মূল করতে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরও নিয়মিত অভিযান পরিচালনা করছে। তবে এসব অভিযানে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নিরস্ত্র কর্মকর্তা-কর্মচারীরা প্রতিনিয়ত নিরাপত্তাজনিত ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতির মধ্যেই বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সমন্বয়ে অভিযান চলমান রয়েছে। সোমবার বিকেলে নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে করণীয়” শীর্ষক মাদকবিরোধী সেমিনারে তিনি এসব কথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালক জানান, দেশে মাদকের প্রধান জোন টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত জরুরী ভিত্তিয়ে ডগ স্কোয়ার্ডের প্রয়োজন বলে জানিয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালক। এই জোনে বিজিবি ডগ স্কোয়ার্ড ব্যবহার করলে মাদক অনেকটাই নিয়ন্ত্রনে আসবে বলে মনে করেন তিনি। বলেন, এর পাশাপাশি বিভিন্ন যানবাহনে সন্দেহভাজনদের তল্লাশির জন্য স্ক্যানিং মেশিনও প্রয়োজন। অচিরের স্ক্যানিং মেশিন ব্যবহার করে মাদক বিরোধী অভিযান আরও গতিশীল করা হবে। মাদকের সাথে জড়িত ছোট বড় কোন ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না জানিয়ে যার সাথে মাদক পাওয়া যাবে তাকেই গ্রেফতার করে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশয়ারি দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালক। মাদক নির্মূলে সারা দেশে শীর্ষ পর্যায়ের ১ হাজার ১৩৫ মাদক ব্যবসায়ীর তালিকা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে তালিকাভুক্ত ১২১ জনকে গ্রেফতারও করা হয়েছে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদক বিরোধী এই সেমিনারে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বী, জেলা সিভিল সার্জন ডা.আবুল ফজল মুহাম্মদ মশিউর রহমান, র্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, বিজিবির ৬৪ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল সালাহ উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের জেলা উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯