ডান্ডিবার্তা রিপোর্ট:
দুর্বৃত্তদের দেওয়া আগুনে সর্বস্বান্ত হয়ে পড়েছেন আনোয়ার মাঝি নামে এক ঝুট ব্যবসায়ী। আগুনে পুড়ে গেছে তার ৫০ লক্ষাধিক টাকার মালামাল। ঘটনাটি ঘটে গত ২৬ অক্টোবর ভোর রাত ৪ টার দিকে ফতুল্লার শান্তিধারা আবাসিক এলাকার ৬ নম্বর সড়কে। এ ঘটনায় ভূক্তভোগী আনোয়ার মাঝি ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আনোয়ার মাঝি(৩২) ভোলা জেলার লালমোহন থানার চর কালিদাস এলাকার মৃত বাচ্চু মাঝির ছেলে। তিনি ফতুল্লার রঘুনাথপুর এলাকার আব্দুস ছামাদের বাড়ির ভাড়াটিয়া। শান্তিধারা আবাসিক এলাকায় মাঝি এণ্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলে দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসা করে আসছেন। আনোয়ার মাঝি বলেন, গত ২১ অক্টোবর আমার মা মারা যান। মায়ের মৃত্যুর সংবাদ শোনে আমি গ্রামের বাড়ি চলে যাই। প্রতিষ্ঠানে কর্মরত ১১ জন শ্রমিক ২৫ অক্টোবর রাত ৯ টার দিকে কাজ শেষ করে প্রতিষ্ঠান বন্ধ করে চলে যান। পর দিন ২৬ অক্টোবর ভোর রাত ৪ টার দিকে আমার প্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে অজ্ঞাত দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এসময় ৪-৫ জন অজ্ঞাত লোককে দৌড়ে পালিয়ে যেতে দেখেন নৈশপ্রহরী। অগ্নিকাণ্ডের ১ ঘণ্টা পর ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রন করেন। তবে তার আগেই প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা আর্থিকভাবে ক্ষতিসাধন ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিতে পরিকল্পিতভাবে আগুন দিয়েছে বলে অভিযোগ আনোয়ার মাঝির। এদিকে আগুনে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ার খবর পেয়ে গ্রামের বাড়িতে ফিরে এসে গত ২৮ অক্টোবর ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেন ভূক্তভোগী ব্যবসায়ী। ঘটনার ৫ দিন গত হলেও পুলিশ দুর্বৃত্তদের সনাক্ত করতে পারেনি।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯