ডান্ডিবার্তা রিপোর্ট:
রূপগঞ্জে স্বৈরাচার শেখ হাসিনা ও সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর কতিপয় দোসরদের বিএনপিতে অনুপ্রবেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন তারাবো পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার তারাবো পৌর সভার ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামূড়া এলাকায় এ বিক্ষোভপ্রতিবাদ বক্তব্য রাখেন, তারাব পৌর বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, জাতীয়তাবাদী ওলামাদল নেতা হাজী পনির ভুঁইয়া, যুবদল নেতা মামুন ভুঁইয়া, পৌর ছাত্রদল নেতা শাকিল আহমেদসহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচার আওয়ামীলীগের ১৭ বছরে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা যারা হামলা ও নির্যাতনের নির্যাতনের শিকার হয়ে ডজন ডজন মামলার শিকার হয়েছেন তারাই আজ বিএনপির কতিপয় বড় নেতাকে খুশি করতে না পেরে পদবঞ্চিত রয়েছেন। অথচ ৫ আগষ্টের পূর্বে যারা ঢাকা সিলেট মহাসড়কের বেরিকেট দিয়েছে, গাজীর সাথে গণহত্যায় জড়িত ছিলো,তারাই ৫ আগষ্টের পর বিএনপির ওই নেতাদের ম্যানেজ করে বিএনপিতে অনুপ্রবেশ করেছে। তারা এখন বিএনপির নাম ব্যবহার করে লুটপাট, চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদকের সাথে জড়িয়ে একদিকে এলাকায় আতঙ্ক তৈরী করছে, অন্যদিকে বিএনপির সুনাম ধ্বংস করছে। তাই অবিলম্বে হাইব্রিড ও অনুপ্রবেশ ঠেকানো না হলে বৃহত্তর আন্দোলন করা হবে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯