ডান্ডির্বাতা রিপোর্ট:
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ে আব্দুর রশিদ (৫২) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় সাবেক এমপি একেএম শামীম ওসমানসহ ৪১ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন। মামলাটি মঙ্গলবার গভীর রাতে দায়ের করা হলেও বৃহস্পতিবার বিকেলে মামলা দায়েরের বিষয়টি জানাজানি হয়। মামলা এজহারে বাদী উল্লেখ করেন, গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড মহাসড়কে আন্দোলন চলাকালে আসামিরা ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা চালায়। আসামিরা মহাসড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়, আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতার উপর এলোপাথারিভাবে গুলি চালায়। এক পর্যায়ে বাদীর ডান হাতে গুলিবিদ্ধ হয় এবং পরে স্ট্রোক করেন। পরবর্তীতে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। গত ৩১ জুলাই চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আসেন। এখনো তিনি বাসায় চিকিৎসাধীন রয়েছেন। মামলার আসামিরা হলেন, একেএম শামীম ওসমান (৬৪) পিতা- একেএম শামসুজ্জোহা, নারায়ণগঞ্জ। মোঃ মজিবুর রহমান, (৬০) পিতা- মৃত রজ্জব, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। ইয়াসিন হাজী (৬০) পিতা-মূলফত আলী, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। মতিউর রহমান মতি, পিতা-মৃত বাদশা মিয়া, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। মামুন যুবলীগ ক্যাডার (৩৫), পিতা- শাহ আলম প্রধাণ (৩৭) ঠিকানা বার্মা শীল ৬নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। শাহ-জালাল (৪০) (যুবলীগ ক্যাডার), পিতা শাহ-আলম প্রধাণ ঠিকানা- বার্মা শীল ৬ নং ওয়ার্ড,থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। নাসির (৫০) (যুবলীগ ক্যাডার) পিতা সাত্তার ঠিকানা- বার্মাশীল ৬ নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। রবিন ফকির (৩০), পিতা- আবুল কাশেম ফকির, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। হামজা (৪০) পিতা-মৃত ইমাম উদ্দিন ২নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। রহিম (৪০) পিতা- কাজেম অ্যালী ভূইয়া ২নং ওয়ার্ড,থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। রহিম মুন্সী (৬৫) ৪ নং ওয়ার্ড সভাপতি আওয়ামী লীগ), পিতা: মৃত সোনা মিয়া মুন্সী, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। জুয়েল ওরফে বিদ্যুৎ জুয়েল (৩৫) যুবলীগ ক্যাডার, পিতা লঘু মিয়া, ঠিকানা গ্রাম আটি ওয়াপনা, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। আবুল লোকাশে(৪৮) পিতা-মৃত মজিদ মিয়া, খালপাড়। গ্রাম আটি, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। রুস্তম আলী (৪০) পিতা-অজ্ঞাত। ডিএনডি ওয়াপদা কলোনি, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। ডা. নেছার উদ্দিন (৫৫) পিতা- অজ্ঞাত, আটি ওয়াপদা, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। মোঃ শামীম, (৩৫) পিতা মৃত আবু তালেব, আটি ওয়াপদা, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। ইসমাইল হোসেন বাক্স (৩৫) পিতা-মৃত আবু সুফিয়ান, আটি ওয়াপদা, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। শরীফ (৩৫) পিতা বণ্ড মিয়া (খালপাড়), আটি ওয়াপদা, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। সিরাজ কন্টাক্টার ৯৫২) পিতা- অজ্ঞাত, আটি ওয়াপদা, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। শেখ দেলু, পিতা মৃত রমিজ উদ্দিন ৬ নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। জসিম উদ্দিন (৪২) পিতা-মৃত আব্দুল মান্নান, আটি ওয়াপদা, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। জয়নাল মিয়া(৩৭) পিতা সোনা মিয়া, আটিওয়াপদা, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। মোমেন মিয়া (৪০) পিতা কাশেম মিয়া, বেষাকুর, কাঁচপুর, থানা- সোনারগাঁও, নারায়ণগঞ্জ। মো: শরীফ-৩৫, পিতা-আব্দুল হাই গ্রাম- আটি, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। সজিব (৩৫), পিতা-হারুনুর রশিদ গ্রাম করিমবাজ, থানা-মেঘনা, জেলা- কুমিল্লা, আহম্মদ(৩৭), পিতা-নীলমিয়া, গ্রাম কাঠালিয়া, থানা-মেঘনা, জেলা-কুমিল্লা, মোবাবুল (৩৫) মহিলা মাদ্রাসার পিছনে পিতা- অজ্ঞাত, গ্রাম-আটি বউ বাজার, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। আরিফ (৪৫) পিতা মৃত সান্তার, যুবলীগ ক্যাডার, ৬নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। মোঃ আলী হোসেন (৩৫) পিতা-মৃত আমজাদ হোসেন কাঁচপুর, কাচপুর থানা-সোনারগাঁও, নারায়ণগঞ্জ। মো: মামুন (৪০) পিতা-অজ্ঞাত, ৯নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। আকিবুল্লাহ (৩৭) পিতা-শহিদ আলী গ্রাম জালকুরি দক্ষিণ পাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। খোরশেদ (৩৫) পিতা- সিদ্দিকুর রহমানম কাঁচপুর বাজার, থানা সোনারগাঁ, নারায়ণগঞ্জ। আলাউদ্দিন, পিতা সামাদমিয়া, সোনাপুর, কাচপুর, থানা-সোনারগাঁও, নারায়ণগঞ্জ। জিতু (৩৫) পিতা-শেখ দেলু যুবলীগ ক্যাডার, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। মো: মাহমুদ হোসেন টিটু (৪০) যুবলীগ ক্যাডার পিতা-হাফিজুর রহমান আমিজ টাওয়ার, সিদ্ধিরগঞ্জ পুল, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। রাজু (৩৫) পিতা-মৃত বশির ওরফে বসু, মিজমিজি বাতেন পাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। আনোয়ার হোসেন (৪৩) যুবলীগ নেতা, পিতা-বাদশা মিয়া, কদমতলী মসজিদ সংলগ্ন জামাল উদ্দিনের বারী, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। সাদ্দাম (৩০), (সদস্য সচিব সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক শ্রমিকলীগ) পিতা- রওশন আলী, সাং-সুমিলপাড়া মুনলাইট পশ্চিম) থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। মো: আক্তার হোসেন (৪০) (যুবলীগ ক্যাডার) পিতা সেলিম মিয়া, ঠিকানা, বাঘমারা, সানারপাড় ২নং ওযার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। শাহ আলম (৩৫), ওরফে চড়ুই (যুবলীগ নেতা), পিতা-মৃত আঃ রব মিয়া, গ্রাম- আটি ওয়াপদা, থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। রিদয় (৩২) শ্রমিকলীগ নেতা পিতা-মৃত, শফি মিয়া থানা- সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯