ডান্ডিবার্তা রিপোর্ট:
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়া হওয়ার পর তার মন্ত্রিসভার অনেক সদস্য, সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা দেশ ছেড়েছেন। অনেকে অবশ্য আগে যেতে পারলেও শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর যারা দেশ ছাড়ার চেষ্টা করছেন তারা পড়ছেন বিপদে। সরকার পতনের আগেই পালিয়েছেন সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু ও সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত পরিবার। রাজধানী শান্তিনগরে এক বাড়ি থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। পরিবার নিয়ে বর্ডার পার হয়ে ভারতের দিল্লী থেকে দুবাই রয়েছেন সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। অন্তর্বর্তীকালীন সরকারের আগে ৬ আগস্ট দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হয় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। বয়সে তরুণ এই রাজনীতিক আওয়ামী লীগের দুইবারের মন্ত্রিসভায় ঠাঁই পান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মতো দফতরে দায়িত্ব পালনের পাশাপাশি শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এমন গুঞ্জন আছে। ফলে অনেক প্রবীণ নেতাদের চেয়েও বেশ প্রভাব নিয়ে চলা এই মানুষটি নিজেকে আড়াল করতে মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পড়ে বিমানবন্দরে গিয়েছিলেন। কিন্তু ধরা পড়ে যান পলক। সামাজিক যোগাযোগ মাধ্যমে পলককে আটকের সময় বিমানবন্দরের ছবিতে দেখা গেছে, মাথায় কালো রঙের ক্যাপ ও মুখে মাস্ক পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে কাজ করছেন। হঠাৎ দেখে চেনার উপায় নেই এই মানুষটি সরকারের সাবেক প্রতিমন্ত্রী। এদিকে পলকের মতোই মাস্ক ও ক্যাপ পড়ে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতাদের চলতে দেখা গেছে। ছাত্র-জনতা হতাহত মামলার আসামী হয়েও অনেকে বাড়িতে অবস্থান করছেন। আবার অনেকে মামলার আসামী না হয়েও নিজ বাড়ি পরিবর্তন করে অন্যত্র বসবাস করছে। গতকাল শহরে কয়েকজন নেতাকে মাস্ক ও ক্যাপ পরিহিত অবস্থায় রিকশায় দেখা গেছে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯