ডান্ডিবার্তা রিপোর্ট:
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়া হওয়ার পর তার মন্ত্রিসভার অনেক সদস্য, সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা দেশ ছেড়েছেন। অনেকে অবশ্য আগে যেতে পারলেও শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর যারা দেশ ছাড়ার চেষ্টা করছেন তারা পড়ছেন বিপদে। সরকার পতনের আগেই পালিয়েছেন সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু ও সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত পরিবার। রাজধানী শান্তিনগরে এক বাড়ি থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। পরিবার নিয়ে বর্ডার পার হয়ে ভারতের দিল্লী থেকে দুবাই রয়েছেন সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। অন্তর্বর্তীকালীন সরকারের আগে ৬ আগস্ট দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হয় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। বয়সে তরুণ এই রাজনীতিক আওয়ামী লীগের দুইবারের মন্ত্রিসভায় ঠাঁই পান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মতো দফতরে দায়িত্ব পালনের পাশাপাশি শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এমন গুঞ্জন আছে। ফলে অনেক প্রবীণ নেতাদের চেয়েও বেশ প্রভাব নিয়ে চলা এই মানুষটি নিজেকে আড়াল করতে মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পড়ে বিমানবন্দরে গিয়েছিলেন। কিন্তু ধরা পড়ে যান পলক। সামাজিক যোগাযোগ মাধ্যমে পলককে আটকের সময় বিমানবন্দরের ছবিতে দেখা গেছে, মাথায় কালো রঙের ক্যাপ ও মুখে মাস্ক পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে কাজ করছেন। হঠাৎ দেখে চেনার উপায় নেই এই মানুষটি সরকারের সাবেক প্রতিমন্ত্রী। এদিকে পলকের মতোই মাস্ক ও ক্যাপ পড়ে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতাদের চলতে দেখা গেছে। ছাত্র-জনতা হতাহত মামলার আসামী হয়েও অনেকে বাড়িতে অবস্থান করছেন। আবার অনেকে মামলার আসামী না হয়েও নিজ বাড়ি পরিবর্তন করে অন্যত্র বসবাস করছে। গতকাল শহরে কয়েকজন নেতাকে মাস্ক ও ক্যাপ পরিহিত অবস্থায় রিকশায় দেখা গেছে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯