ডান্ডিবার্তা রিপোর্ট:
জিনিয়া নাট্য সংগঠনের ২৫ বছর পুর্তি উপলক্ষ্যে নাটক মঞ্চায়ন ও গুনিজন সংবর্ধনা অনষ্ঠানে করোনা যোদ্ধার সম্মাননা পেলেন টনি সনাতন। ২৫ অক্টোবর শুক্রবার সন্ধায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সজিবের সঞ্চালনায় প্রবীন নাট্য ব্যক্তিত্ব নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যাব এইড নারায়ণগঞ্জ এর ব্যবস্থাপক সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুমুল হক সোহেল। বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা জেনারেল হাসপাতালে ও ডক্টরস ডায়গানাষ্টিক ল্যাব এর চেয়ারম্যান রাফিউল হাকিম মহিউদ্দিন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এ শামীম, কবি সাংবাদিক রনজিৎ মোদক, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শ্রী প্রদীপ কুমার দাস, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার কাজী মঈনুউদ্দীন, সন্ধানী লাইফ ইনসুরেন্স কোম্পানি জেলা ইনচার্জ মোঃ আশরাফুজ্জান, সাংবাদিক ফারুক আহম্মেদ ভুইয়া, সমাজ সেবক মোহসিনা আক্তার মোহনা। এসময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন অঙ্গনে অবদান রাখায় গুনিজনদের সম্মাননা প্রদান করা হয়েছে। করোনা কালিন সময়ে নারায়নগঞ্জের মহা শ্বশানে মৃতদেহ সৎকার কাজে নিয়োজিত ছিলেন টনি সনাতন। করোনাকালীন সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরনকারী ২৯৬টি মৃতদেহ নিজের জীবন বাজি রেখে সাহসিকতার সাথে মৃতদেহগুলো সৎকার করেছিলেন। সে সময়ে করোনা বীর হিসেবে দেশে ও দেশের বাহিরে তার নাম ছড়িয়ে পড়ে। করোনাকালীন সময়ের সাহসীকতার জন্য জিনিয়া নাট্য সংগঠন টনি সনাতনকে করোনা যোদ্ধা হিসেবে সম্মাননা স্বারক প্রদান করেছেন। পরে জনপ্রিয় নাট্যকার ফজলুল হক পলাশের সোহাগী বধু নাটকটি মঞ্চস্থ হয়েছে। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি মোঃ জুয়েল চৌধুরী।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯