ডান্ডিবার্তা রিপোর্ট:
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে মহাসড়কে হাইওয়ে পুলিশের চোখের সামনেই অবাধে উল্টোপথে চলাচল করছে সহস্রাধিক ব্যাটারী চালিত ইজিবাইক, সিএনজি ও লেগুনা। কাঁচপুর থেকে শিমরাইলে এবং শিমরাইল থেকে কাঁচপুরে অহরহ চলাচল করছে এসব ইজিবাইক ও সিএনজি। অন্যদিকে মহাসড়কজুড়ে গড়ে উঠেছে রুট পারমিট ও বৈধকাগজপত্র বিহীন মনজিল, বন্ধু, রজনীগন্ধা, শ্রমিক পরিবহন, নাফ পরিবহন, চিটাগাংরোড পরিবহন, শিমরাইল পরিবহন, নীলাচল, সময়, কোমলসহ আরও অনেক পরিবহনসহ নিষিদ্ধ লেগুনা, সিএনজির ষ্ট্যান্ড। এতে জনসাধারণকে নিত্য দূর্ভোগে পড়তে হচ্ছে। কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টিআই আবু নাঈম সিদ্দিকীর রহস্যজনক নিরবতায় এই দূর্ভোগ ধীরে ধীরে প্রকোট হচ্ছে বলে দাবি করছেন স্থানীয়রা। চাউর রয়েছে যে, হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টিআই আবু নাঈম সিদ্দিকী লোক দেখানো মামলা করেন। এসকল বাস মিনিবাস মহাসড়কজুড়ে এলোমেলোভাবে ষ্ট্যান্ড গড়ে তুললেও হাইওয়ে পুলিশ এসবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন না করে উল্টো ওই সকল পরিবহন মালিক ও লাইনম্যানদের এবং দায়িত্বপ্রাপ্ত সুপার ভাইজারদের পুলিশ ক্যাম্পে ডেকে নিয়ে পুরোনো প্রেসক্রিপশনের আলাপচারিতায় বুজাপাড়া সেরে নেন। এতে মহাসড়কে শৃংখলা বিনষ্ট হয়ে বাড়ছে বিশৃংখলা ও মানুষের দূর্ভোগ।
এদিকে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক বিভাগ মহাসড়কে গত বুধবার থেকে ডিউটি শুরু হওয়ায় নড়েচড়ে বসেন টিআই আবু নাঈম। জেলা ট্রাফিকের টিআই ও সার্জেন্টরা শিমরাইলে গত বুধবার থেকে ডিউটি শুরু করতেই শিমরাইলের চিত্র পাল্টে যেতে শুরু করেছে। যেটা হাইওয়ে পুলিশের টিআই আবু নাঈম গত দু মাসেও পারেননি। অভিযোগ রয়েছে, টিআই আবু নাঈম কাঁচপুর থানায় ছিলেন। সেখানে গড়ে তুলেন ১০-১২ জনের একটি সিন্ডিকেট ও কয়েকজন সোর্স। এরাই মূলত টিআই নাঈমকে কোন গাড়ি মামলা দিতে হবে কোনটা বাদ দিতে হবে বার্তা দেয়। এছাড়া তারা ইজিবাইক উল্টাপথে চলাচলের বিষয়টিও নিয়ন্ত্রণ করে থাকে, মাসোহারা আদায়ের পথসৃষ্টি করে দিচ্ছে। মহাসড়কেও টিআই ওইসব চাঁদাবাজ সোর্স নিয়ে ঘুরে বেড়ান। সরেজমিনে দেখা যায়, মহাসড়কের শিমরাইলের দক্ষিনপাশে হযবরল অবস্থা বিরাজ করছে। মনজিল, সিএনজি, কোমল, সময়, রজনীগন্ধা, লেগুনাসহ বিভিন্ন যানবাহন মহাসড়কজুড়ে ওভারব্রিজের নিচে রাখার কারনে আদমজীরোড থেকে যানবাহন ঢাকার দিকে যেতে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে হয়, অথচ সেখানেই হাইওয়ে পুলিশ গুরুত্বপুর্ণ বিষয়টি দেখছেনা। সারা দিনের মধ্যে ১ ঘন্টাও টিআই নাঈম মহাসড়কে থাকেন না। বেশীরভাগ সময় পরিবহন মালিকসহ সংশ্লিষ্টদের নিয়ে পুলিশ ক্যাম্পে বসে মাসেয়ারা কিভাবে আদায় করা যায় সেটা নিয়ে ব্যস্ত পার করছেন বলে পরিবহন মালিক-শ্রমিকরা নাম প্রকাশের শর্তে জানান। অন্যদিকে শিমরাইল মোড়ে মহাসড়কের ওপর রেন্ট-এ কার বসানো হয়েছে, মহাসড়ক জুড়ে বন্ধু পরিবহন স্ট্যান্ড রয়েছে এসকল পরিবহনের সাথে টিআইর আর্থিক লেনদেন থাকায় এসকল পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন না করায় ব্যাপক অবনতি হচ্ছে বলে স্থানীয় বাসিন্দা আবুল কালাম ও সোহরাব হোসেন জানান। হিরাঝিলের সমাজসেবক আব্দুল লতিফ ও মো. মাহবুব আলী বলেন, ব্যস্ততম শিমরাইল এলাকা নিয়ন্ত্রণ করা এই টিআই আবু নাঈমের দ্বারা সম্বভ নয়। কারণ টিআই নিজে মহাসড়কের দক্ষিনপাশে পাঁচশতাধিক দোকানপাট বসিয়েছেন স্থানীয় কতিপয় চাঁদাবাজদের সঙ্গে নিয়ে। মহাসড়কের উত্তরপাশেও দোকানপাট বসিয়েছেন। যার কারনে এই বিতর্কিত টিআইর দ্বারা মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রন করা কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করেন। ষাটোর্ধো আব্দুর রহমান বলেন শিমরাইলে এত বিশৃঙ্খলা হাইওয়ে পুলিশ এসকল দেখেও না দেখার ভান করেন। তিনি টিআই আবু নাঈমের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, টিআই নাঈমকে শিমরাইল থেকে অন্যত্র সরিয়ে একজন সিনিয়র টিআই দিয়ে শিমরাইল এলাকা নিয়ন্ত্রণ করা একান্ত জরুরী। না হলে মাসোহারা আদায়ে পরিকল্পনায় সৃষ্ট এই অনিয়ম স্থায়ী দুর্ভোগে পরিণত হবে। পরে তা সহজে সমাধানের উপায় থাকবেনা। এবিষয়ে কথা বলতে টিআই আবু নাঈমের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯