আজ শুক্রবার | ১ নভেম্বর ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১ | ২৮ রবিউস সানি ১৪৪৬ | সকাল ৭:৩০

খুনি হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ

ডান্ডিবার্তা | ৩১ অক্টোবর, ২০২৪ | ১১:৩৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গত ১৭ বছর তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে দেশে আসতে বাধা প্রদান করেছিল। অবিলম্বে দেশনায়ক তারেক রহমানের এই সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে স্বদেশ প্রত্যাবর্তন করতে দিতে হবে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল চারটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আড়াইহাজারে বিএনপির আড়াইহাজার বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গণমিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। তিনি আরও বলেন, বিগত সতেরটি বছর বিদেশের মাটি থেকেও তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। সেই ধারাবাহিকভাবে আন্দোলনের মাধ্যমে গত ৫ আগস্ট শেখ হাসিনাকে আমরা পতন করেছি। ছাত্র-জনতার খুনি শেখ হাসিনার বিচার এদেশের মাটিতে করতে হবে। যতদিন পর্যন্ত না পর্যন্ত খুনি সেটাতে শেখ হাসিনার বিচার হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদের সঞ্চালনায় এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতি, সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, এড. সিদ্দিকুর রহমান, সিদ্দিকুর রহমান সিদ্দিক,, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন ভূঁইয়া, মাসুম শিকারী, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, আড়াইহাজার পৌরসভা বিএনপি’র সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, গোপালদী পৌর বিএনপির সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিলন, আড়াইহাজার উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, সাবেক আহ্বায়ক কবির হোসেন প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা