ডান্ডিবার্তা রিপোর্ট:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ নভেম্বর) দুপুরে শহরের শহীদনগর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন ১৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির ও প্রধান বক্তা হিসেবে মহানগর স্বেচ্ছাসবক দলের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান জিয়া উপস্থিত ছিলেন। এছাড়া সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম রতন, জেলা ছাত্রদল সাবেক অর্থ বিষয়ক সম্পাদক নূর হানিফ, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক, জেলা আইনজীবী সমিতি আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিপলু মল্লিক ও মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুন। প্রধান অতিথি অ্যাডভোকেট হুমায়ূন কবির তার বক্তব্যে বলেন, আজকের আলোচনার বিষয় আমাদের তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তার বিরুদ্ধে শেখ হাসিনার আমলে যত মামলা হয়েছে, তা প্রত্যাহার করা। যেহেতু মিথ্যা মামলা। তাই আমরা কোর্টের মাধ্যমে মিথ্যা প্রমাণিত করে দ্রুত তাকে ফিরিয়ে আনবো। নারায়ণগঞ্জের এক ছাত্র নেতা আমার ছোট ভাই। আমি তাকে অত্যান্ত স্নেহ করি, ভালোবাসি। তিনিও একটি মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবাসে আছেন। বর্তমানে তিনি অসুস্থ্য। আমরা তাকেও আদালতে মামলা মোকাবেলা করে খালাসের পথে নিয়ে এসেছি, ইনশাআল্লাহ্। ষোলজন সাক্ষী হয়েছে। এই পর্যন্ত কোন আসামীই প্রমাণ করতে পারেনি জাকির খানের ওই হত্যাকান্ডের সাথে জড়িত ছিলো। যিনি মামলা করেছেন, তিনি জাকির খানকে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলায় জড়িয়েছেন। আমরা খুব শীঘ্রই জাকির খানকে মুক্ত করে আনবো। এবং আবারও জাকির খানকে সংবর্ধণা দিবো। সেই সংবর্ধণায় আওয়ামী লীগ আমলের সংবর্ধণার মতই লাখো লাখো মানুষ জমায়েত হবেন, শহরে তীল ধারণের ঠাঁই থাকবেনা ইনশাআল্লাহ্। প্রধান বক্তার বক্তব্যে জিয়াউর রহমান জিয়া বলেন, আজ সারাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে। কারণ, আওয়ামী লীগ একটি খুনি সংগঠন। তারা শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষকে নির্বিচারে গুলি করে মেরেছে। তারা মানুষের কথা বলার অধিকার, ভোটাধিকার সব কেড়ে নিয়েছিলো। আর তাই আওয়ামী লীগ আজ জনবিরোধী সংগঠনে পরিনত হয়েছে। আমরা চাই এ দলের প্রত্যেকটির নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকেও বিচারের আওতায় আনা হোক। কাউকে যেন বিন্দুমাত্র ছাড় দেয়া না হয়। আমরাও কাউকে ছাড় দেবো না। জিয়া বলেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিষ্ট সরকারের দায়ের করা মিথ্যা মামলাগুলো এখনও ঝুলছে। আমরা এগুলো দেখতে চাই না। আমরা তারেক রহমানসহ আমাদের দলীয় সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সকল রাজনৈতিক ও ষড়যন্ত্রমূলক মামলা দ্রুত প্রত্যাহার চাই। যদি তা না করা হয়, তাহলে আমরা আবারও মাঠে নামতে বাধ্য হবো। এছাড়া জিয়া বলেন, আমি আমার নেতা নারায়ণগঞ্জের সিংহপুরুষ ও এক সময়ের তুখোড় ছাত্রনেতা জাকির খানের মিথ্যা মামলা প্রত্যাহার চাই। তিনি অসুস্থ্য, তিনি আর কতদিন এ মিথ্যা মামলায় কারাবাস করবেন। তাই তিনি যেন দ্রুত খালাস পান, এ জন্য আমি আমাদের জেলা আইনজীবী সমিতির সভাপতি হুমায়ূন ভাইকে বিশেষভাবে অনুরোধ করছি। ১৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা হাবিব মাদবরের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, ১৮নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন জাকির, যুগ্ম সম্পাদক বাবু প্রধান, সমাজ সেবক অ্যাডভোকেট কাজী সেজান, ইকবাল বাবু, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ, দপ্তর সম্পাদক লিমন ভূঁইয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার গাজী, জনি দেওয়ান, শাহীনুর ইসলাম সুমন, মো: মোজাম্মেল, আলী হোসেন, মো: রাসেল, মো. রক্সি প্রধান, রিপন খান, রিংকু মাদবর, মামুন খান, ইমান চাঁন পাঠান, রুবেল হোসেন, হানিফ মিয়া, দ্বীন ইসলাম প্রমূখ।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯