ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ, ইভিটিজিং ও নৈরাজ্যের বিরুদ্ধে র্যালী ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১লা নভেম্বর ) বাদ আসর কুতুবপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের লালখা এলাকায় স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকের ভয়াল আগ্রাসনে যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে, এই মাদকের টাকা সংগ্রহ করতে গিয়ে মাদকসেবকরা তাদের পরিবারকে নিঃস্ব করার পাশাপাশি লিপ্ত হচ্ছে চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডে। একটি পরিবার ধ্বংস করার জন্য একজন মাদক সেবকই যথেষ্ট, মাদকের এই ভয়াল আগ্রাসন থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হলে প্রতিটি মহল্লায় মাদক প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। এই কমিটির মাধ্যমে মাদক বিক্রেতাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা নৈরাজ্য চাই না আমরা সুন্দর সমাজ গড়ে তুলতে চাই।এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দদের মধ্যে মোঃ কবির হোসেন, মোঃ আল আমিন, সোহেল মাঝি, কবির হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত। পরে মিছিলটি লালখা থেকে কাঠেরপুল হয়ে বিভিন্ন গুরুত্বপুর্ন এলাকা প্রদক্ষিণ করে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯