ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের দাওয়াতী মাস শুরু হয়েছে। এ লক্ষ্যে শুক্রবার সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করা হয়। ফতুল্লার শিবুমার্কেট এলাকায় সংগঠনের জেলা কার্যালয়ের সামনে দিনব্যাপী এ কর্মসূচি চলে। যুব আন্দোলনের জেলা সভাপতি জোবায়ের হোসাইনের নেতৃত্বে এ কর্মসূচিতে বিপুল সংখ্যক যুবক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ফরম পূরণ করে সংগঠনের পতাকাতলে যুক্ত হন। জেলা যুব আন্দোলনের সেক্রেটারি মাওলানা আব্দুর রশীদ এ কর্মসূচি সম্পর্কে বলেন, ‘ শুধু নেতার নয়, নীতিরও পরিবর্তন চাই। ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিমের আহ্বানে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে আমরা ইসলামী আন্দোলনে যোগদানের আহ্বান জানিয়ে আসছি। এতে আমরা ভালো সাড়া পাচ্ছি। পুরো নভেম্বর মাস জুড়ে আমাদের সদস্য সংগ্রহ কর্মসূচি চলবে। ’এ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর কবির, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ সোহেল সরকার, অর্থ সম্পাদক মুহাম্মাদ মনির হোসাইন, যুব কল্যাণ সম্পাদক মুহাম্মাদ বেলাল হোসাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মুহাম্মাদ আবুল হোসেনসহ আরো অনেকে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯