আজ শুক্রবার | ১ নভেম্বর ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১ | ২৮ রবিউস সানি ১৪৪৬ | রাত ১১:৩২

কিছু দলের মধ্যে আ.লীগের ফ্যাসিবাদের প্রতিধ্বনি পাচ্ছি: ভিপি নুর

ডান্ডিবার্তা | ০১ নভেম্বর, ২০২৪ | ৯:১৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর’র আয়োজনে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে সদর থানার ডিআইটি রোডে গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা’র সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদের সভাপতিত্বে ও গণঅধিকার পরিষদ মহানগর’র সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূইয়ার সঞ্চালনায় গণ সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ’র সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। এসময় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফসহ নারায়ণগঞ্জের গণ অধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশের শুরুতে প্রধান অতিথি নুরুল হক নুরকে ‘বিপ্লবী জননেতা’উপাধি দেওয়া হয় । এ উপলক্ষে নুরুল হক নুরের হাতে গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর’র নেতৃবৃন্দ একটি ক্রেস্ট তুলে দেন। পরবর্তীতে সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, বিগত ১৫ বছর ধরে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ওসমান পরিবারের দাপটে এই নারায়ণগঞ্জে ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছিল। বিগত ১৫ বছরে নারায়ণগঞ্জে যা হয়েছে তা সারা বাংলাদেশের একটি ঘৃণিত অধ্যায়। মেধাবী ছাত্র ত্বকীকে কি নির্মমভাবে হত্যা করেছিল এই ওসমান পরিবারের লোকেরা। আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে সেভেন মার্ডারের মত ঘৃণিত কাজ করেছিল এই ওসমান পরিবারের লোকেরা। তারা খেলা হবে হুংকার দিয়েছিল, কিন্তু খেলা শুরুর আগেই খেলোয়াররা মাঠ ছেড়ে পালিয়েছে। তানভীর ত্বকীর বাবা রফিউর রাব্বি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন। তিনি বলেন, আমরা চাইনা আওয়ামী লীগের মতো কেউ বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করুক। কিছু রাজনৈতিক দলের বাড়াবাড়ি কর্মকান্ডে আওয়ামী লীগের ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। পরিষ্কারভাবে বলতে চাই, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে তাতে সবাই দেখতে চায় নতুন নেতৃত্ব, নতুন রাজনৈতিক চুক্তি। পরিবেশ পরিস্থিতির কারণে অনেকে রাজনীতি থেকে বিমুখ হয়েছেন। তাদের বলবো, এখন সময় হয়েছে দেশ গড়ার। দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে ভবিষ্যতের প্রজন্মকে রক্ষায়, নতুন ধারার রাজনীতিতে যুক্ত হয়ে কাজ করতে হবে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তন পেয়েছি, সে নতুন বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলতে তারুণ্যের দল গণঅধিকার পরিষদ কাজ করছে। তিনি আরও বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণধিকার পরিষদ সহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছে দেশে। গত ১৫ বছরে কোন রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তুলতে পারে নাই। ফ্যাসিবাদের পতনের জন্য যে লড়াইয়ের দরকার ছিল তা তারা গড়ে তুলতে পারেননি। আমরা দেখেছি, রাজনৈতিক দলগুলোকে টোপ দিয়ে বিভক্ত করে রাখা হয়েছিল। ২০২২ সালের ডিসেম্বরে বিএনপি সহ ৪২ টি রাজনৈতিক দল শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার অবসানের জন্য এক দফা দাবিতে আন্দোলন করেছিলাম। তখন অনেক দলকে আহ্বান করা হয়েছিল। এক দফার দাবিতে তারা রাজপথে নামেন নাই। শেখ হাসিনার সাথে সমঝোতা করে ফ্যাসিবাদী সরকার টিকিয়ে রাখার জন্য তারা কাজ করেছে। প্রধান বক্তা হিসেবে গণধিকার পরিষদ‘র সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, এক সময় নারায়ণগঞ্জে এসে গণধিকারের পক্ষ থেকে কোন সমাবেশ করতে পারি নাই। যারা আমাদের কন্ঠকে রুখে দিয়েছিল, যারা আমাদের উপর নিপীড়ন নির্যাতন করতো, যারা মানুষকে ভয় দেখাতো, যারা হত্যা গুম খুনের রাজনীতি এই নারায়ণগঞ্জের প্রতিষ্ঠা করেছিল, সেই সকল খেলোয়াররা আজকে বোরকা পরে পালিয়ে গিয়েছে। এইখানে শামীম ওসমান সব সময় বলতো খেলা হবে, খেলা হবে। কিন্তু তারা নিজেরাই খেলার আগে উধাও হয়ে গেছে। যারা হত্যা গুম খুনের রাজনীতি প্রতিষ্ঠা করেছিল, যারা কিশোরদের হত্যা করেছিল এই ওসমান পরিবারকে নারায়ণগঞ্জবাসী বিতাড়িত করেছে। আমাদের এখন সময় হয়েছে রাষ্ট্র সংস্কার করার। রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করতে হবে। গণধিকার পরিষদের নেতৃবৃন্দ কে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। এই নারায়ণগঞ্জ জেলাকে গণধিকার পরিষদের ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।  গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, ঐতিহাসিকভাবে এই নারায়ণগঞ্জের একটি গুরুত্ব রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে সেই ব্রিটিশ আমল থেকে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে নারায়ণগঞ্জের মানুষ ভূমিকা রেখেছে। এই নারায়ণগঞ্জে সাত খুন, মেধাবী ছাত্রত্ব কি হত্যাকাণ্ডের মতো ঘৃণ্য ঘটনা হয়েছে। আওয়ামী লীগের বাহিনীরা যে ত্রাস কায়েম করেছিল, সেটা পেরিয়ে আজকে নারায়ণগঞ্জের মানুষ গণধিকার পরিষদের সমাবেশে সভায় ঐক্যবদ্ধ হয়েছে। আজকে জনতার জোয়ার তৈরি হয়েছে। গণধিকার পরিষদের নেতৃত্বে, নুরুল হক নুরের নেতৃত্বে অধিকার পরিষদের নেতৃত্বে আগামী দিনের সুন্দর দেশ গঠন করতে চাই। গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ বলেন, নারায়ণগঞ্জে সুশীল ও স্বচ্ছ রাজনীতি চাই। আমরা নারায়ণগঞ্জে খেলা হবে রাজনীতি চাই না। আমরা এই নারায়ণগঞ্জে খেলা হবে রাজনীতি করতে দেবো না। এই নারায়ণগঞ্জে কোন চাঁদাবাজ সন্ত্রাসী ও দখলদারের জায়গা হবে না। আমরা গণআধিকার পরিষদ সবসময় পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করি। আমাদের কোন অধিকার পরিষদের নেতৃবৃন্দ রাজপথ থেকে তৈরি। জনগণের সেবায় আমরা রাজপথেই থাকবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা