ডান্ডির্বাতা রিপোর্ট:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পাঁচদিন ব্যাপী কর্মসূচির শেষদিন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ নানা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জস্থ চৌধুরীবাড়ি এলাকায় “ডেঙ্গু থেকে প্রতিকার ঘরবাড়ি করি পরিষ্কার” স্লোগানে এই সচেতনতা তৈরির উদ্দ্যেশ্যে মশারী ও লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এছাড়াও ডেঙ্গু মশা নিধনে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ। এসময়ে সংক্ষিপ্ত বক্তব্যে যুবদলের নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এক যোগে কাজ করতে হবে। যার যার এলাকায় পরিচ্ছন্ন, বাড়ির আঙিনায় পরিষ্কার রাখতে হবে। তবেই মশার বিস্তার রোধ সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে অনুযায়ী যুবদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় মহানগর যুবদল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে। তারই ধারাবাহিকতায় মহানগর যুবদলের সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের পক্ষ থেকে আমরা মশারী বিতরণ, সচেতনতামূলক লিফলেট ও ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হচ্ছে। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ বেগম মন্তুর সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা আরমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক জামাল প্রধান, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লেকু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক যুবদল নেতা আশিকুর রহমান অনি, মহানগর যুবদলের সাবেক সহ- সভাপতি আঃ রহমান, সাবেক যুগ্ম সম্পাদক নূরে এলাহী সোহাগ, শেখ মোহাম্মদ অপু, মহানগর যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ, শেখ মাগফুর ইসলাম পাপন, মিনহাজ মিঠু, শাহিন শরীফ, অদুদ সাগর, রাজু আহমেদ, হাবিবুর রহমান মাসুদ, বাবুল মিয়া, সজিব আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা শাকিল মিয়া, বাদশা খান, মোফাজ্জল হোসেন আনোয়ার, রাশেদুল ইসলাম, দ্বীন ইসলাম বাবু, মো. আরাফাতসহ মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯