ডান্ডিবার্তা রিপোর্ট:
পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সকল ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও আলোচনা করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম। ২ নভেম্বর বাদ আসর পাগলা বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মাহাবুব হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম। এ সময় পাগলা বাজার ব্যবসায়ীরদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ওসি কাছে ব্যবসায়ীরা জানান পাগলা থেকে জালকুড়ি যে সড়কটি রয়েছে কিছুটা যানজট নিরসন হলেও এখনো পর্যন্ত এখানে ১০০% যানজট নিরশন হয়নি। আর এই যানজটের কারণে পাগলা মার্কেটে মানুষ আসতে চায় না, তাছাড়া কুতুবপুরের শাহীবাজার এবং রেললাইনে কিছু অসাধু ব্যবসায়ীরা মেলার নামে বিভিন্ন ভুয়া পণ্য বিক্রি করে, কম দামে এই পণ্য পেয়ে সাধারণ মানুষ মার্কেটে আসেনা। এতে ব্যবসায়ীদের দিন দিন ব্যবসা একেবারেই নষ্টের দিকে চলে যাচ্ছে। অচিরেই এই মেলা বন্ধ এবং পাগলা থেকে জালকুড়ির সড়কটি যানজট মুক্ত করতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদৃষ্টি কামনা করেছেন ব্যবসায়ীরা। প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন আমি পাগলা বাজার ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আজকে আমাকে এনে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে যেই সম্মান দিয়েছে আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ ভালবাসা প্রকাশ করছি। ব্যবসায়ীরা যে সমস্যার কথাগুলো আমার কাছে বলেছেন আমি কিছুটা হলেও তা সমাধান করার চেষ্টা করব তবে সবকিছু প্রশাসনের উপরে তুলে দিবেন না সকলকে নিয়ে সবাই মিলে আমরা এই সমস্যার সমাধান খুঁজে বের করব এবং সমাধান করব। আমি অল্প কিছুদিন হয় আপনাদের এই থানায় দায়িত্ব নিয়ে এসেছি আমি চাই আমি এখান থেকে চলে গেলে এই অত্র থানার সকল মানুষ আমার কথা আমার কাজ আমার দক্ষতার কথা তারা মনে রাখে। এবং আমার উপরের কর্মকর্তাদের আমার ভালো কাজের কথাগুলো আপনারা তাদের কাছে বলবেন এটাই আমার প্রথম লক্ষ্য। মাদক এবং যানজট একেবারে উপড়ে ফেলা সম্ভব নয় তবে এটা নিয়ন্ত্রণ রাখা সম্ভব তাই সকলে মাদক যানজট মুক্ত করার লক্ষ্যে একত্রিত হয়ে কাজ করব। উক্ত মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ম সম্পাদক মাহবুব আলম সিকদার, কোষাধ্যক্ষ জাহিদ হাসান বেলাল, দপ্তর সম্পাদক এমডি হানিফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক আকন,কার্যকরী সদস্য মাসুদ মিয়া, জহিরুল ইসলাম, পাগলা বাজার ময়মুন প্লাজা ও বাদশা প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইমরান হোসেন হিমু, পাগলা বাজার এস এম সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বপন সহ পাগলা বাজারের সকল ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯