আজ রবিবার | ৩ নভেম্বর ২০২৪ | ১৮ কার্তিক ১৪৩১ | ৩০ রবিউস সানি ১৪৪৬ | রাত ৩:২৪

রাষ্ট্র সংস্কারে রাসুল সা.-এর সিরাত অনুসরণ অপরিহার্য

ডান্ডিবার্তা | ০২ নভেম্বর, ২০২৪ | ৮:৪৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বলেছেন, উন্নতি-অগ্রতি ও মানবিক বিশ্ব প্রতিষ্ঠায় রাসুল সা.এর সিরাতের গুরুত্ব অপরিসীম। বিশ্বব্যাপী জুলুম, নির্যাতন রাষ্ট্রে রাষ্ট্রে দ্বন্দ্ব মানুষ খুন, বেপরোয়া শাসকগোষ্ঠী এসবের মূল কারণ হলো বিশ্বব্যাপী সিরাত উপেক্ষিত। তাই নববী আদর্শে রাষ্ট্র কাঠামো ঢেলে সাজাতে হবে। শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৬ নং ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মাদ ইমরান হোসাইনের সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলহাজ্ব আব্দুস সোবহান তালুকদার সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ শহর শাখা, মুহাম্মাদ মোস্তফা তালুকদার সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ শহর শাখা, গাজী মুহাম্মাদ তারেক হাসান সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ শহর শাখা, হাজী মুহাম্মাদ ফারুক হাওলাদার সাধারণ সম্পাদক, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর মুহাম্মাদ আরিফ উল্লাহ জাদরান সহ-সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ শহর শাখা, আলহাজ্ব সুলতান আহমাদ সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ১৬নং ওয়ার্ড সমন্বয় কমিটি। তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারে রাসুল সা.এর সিরাতের অনুসরণ অপরিহার্য এবং এর বিকল্প কোনো পদ্ধতি নেই। রাসুলের সিরাতের চর্চা ও অনুসরণ করতে পারলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে সুফল বয়ে আসবে। একটি আদর্শসমাজ প্রতিষ্ঠা হবে। মানবতা মুক্তি পাবে। সমাজ থেকে পরনিন্দা পরশ্রীকাতরতা দূরীভূত হবে। প্রধান বক্তা মুফতি মাসুম বিল্লাহ বলেন, আগামীতে সংখ্যানুপাতিক ভোটের হারে নির্বাচন চাই। যেখানে মার্কায় ভোট দিবে, বাক্তিকে নয়। তাহলে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। পেশিশক্তি বন্ধ হবে, কালো টাকার ছড়াছড়ি থাকবে না। যে মার্কা যত শতাংশ ভোট পাবে, সেই দল সে পরিমাণ সদস্য সংসদে পাঠাবে। পৃথিবীর ১৭১ টি বাষ্ট্রের মধ্যে ৯১ টি রাষ্ট্রে PR সিস্টেম চালু আছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা