ডান্ডিবার্তা রিপোর্ট: ঘটনাটি ভারত ‘এ’ দল ও অস্ট্রেলিয়া ‘এ’ দলের মধ্যকার তিনটি আনঅফিসিয়াল টেস্ট সিরিজের প্রথম ম্যাচের। আজ রোববার ওই টেস্টের চতুর্থ দিনের শুরুতেই অপ্রত্যাশিত এ ঘটনার আবির্ভাব।প্রথম টেস্টের শেষ দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ৮৬ রান। কিন্তু নতুন দিনে ভারতীয় দলের হাতে যে বলটি তুলে দেন আম্পায়ার, সেটি ছিল পুরোপুরি নতুন বল। বল হাতে পেয়ে অবাক হন ভারতীয় ক্রিকেটাররা।বিষয়টি নিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলতে যান ভারতীয়রা। সে সময় তাদের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তোলেন আম্পায়ার।ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশে ক্রেইগকে বলতে শোনা যায় যে, ‘তোমরা বলে আঁচড় কেটেছিলে। তাই আমরা বল বদলে দিয়েছি। এই নিয়ে কোনও আলোচনা নয়। যাও খেলো।’
পরে বিষয়টি নিয়ে তর্ক জাড়ান ইশান কিশানরা। আম্পায়ার তাদেরকে বলেন, ‘কোনো আলোচনা নয়। খেলায় মন দাও। এটা আলোচনার বিষয় নয়।’ বল পাল্টে দেওয়ার কথা বললে ক্রেইগ বলেন, ‘তোমাদের এই বলটিতেই খেলতে হবে।’
ইশান কিশান বলেন, ‘ভীষণই বাজে সিদ্ধান্ত।’ ইশানের কথা শুনে রেগে যান আম্পায়ার। তিনি বলেন, ‘বিরক্তি দেখানোর জন্য তোমার বিরদ্ধে অভিযোগ দেওয়া হবে। এটা মোটেও ভালো আচরণ নয়। তোমার দলের কাজের জন্যই আমরা বল বদলাতে বাধ্য হয়েছি।’
অস্ট্রেলিয়া ‘এ’ দল ভারতকে ৭ উইকেটে হারিয়েছে এই বিতর্কিত ম্যাচে। ভারতের ১০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৯৫ রান তোলে। ভারত দ্বিতীয় ইনিংসে ৩১২ রান তুললে জয়ের জন্য অস্ট্রেলিয়া সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২২৫ রানের। ৩ উইকেটে লক্ষ্য টপকে যায় অস্ট্রেলিয়া।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯