ডান্ডিবার্তা রিপোর্ট:
আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ করার আগেই আত্মগোপনে চলে যান জেলা সভাপতি আব্দুল হাই ও মহানগরের সভাপতি আনোয়ার হোসেন। তাদের আগেই নারায়ণগঞ্জ ছাড়েন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। জেলা ও মহানগরের নেতারা আত্মগোপনে চলে যাওয়ায় বিপাকে পড়েন তাদের আস্থাভাজন নেতা-কর্মীরা। এমনকি নেতাদের মোবাইল বন্ধ ও রিসিভ না করায় হতাশায় দিন কাটিয়ে যাচ্ছেন তাদের কর্মীরা। এদিকে জেলা ও মহানগরের নেতাদের কারণে তাদের আস্থাভাজন ও কর্মীরা ঘর-বাড়িতে থাকতে পারছে না। ছাত্র-জনতা আন্দোলনে হতাহতদের পরিবার থেকে মামলা করার কারণে ঘরছাড়া রয়েছেন আসামী হওয়া নেতা-কর্মীরা। এদিকে জেলা ও মহানগর আওয়ামী লীগের একাধিক নেতারা জানিয়েছেন, ছাত্র-জনতা আন্দোলনে রাজপথে ছিলাম না। তাদের বাধাও দেইনি, কিন্তু এখনো দুইটি মামলা নিয়ে পালিয়ে আছি। আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ করে পাচ্ছি না। তাদের বাড়িতে লোকজন পাঠিয়ে দেখা গেছে তালাবদ্ধ রয়েছে। এদিকে নিজেদের ব্যবসা বাণিজ্যে ধস ও চাকরি হারিয়ে নিঃস্ব হয়ে পরেছি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নারায়ণগঞ্জ জেলা সভাপতি আব্দুল হাই ও মহানগরের সভাপতি আনোয়ার হোসেন গত ৪ আগস্ট ছাত্র-জনতা আন্দোলনের বিরুদ্ধে মাঠে নামেন। জেলা কার্যালয়ে আব্দুল হাই ও জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দীপুর নেতৃত্বে মিছিল বের হয়। অন্যদিকে দেওভোগ দলীয় কার্যালয় থেকে নিজের বলয়ের নেতা-কর্মীদের নিয়ে শহরে মিছিল বের করে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। তাদের দু’মুখী মিছিলের পর তাদের হদিস পায়নি নেতা-কর্মীরা। গত ৫ আগস্ট চাষাঢ়ায় ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের একাংশ নেতা-কর্মী। ওই সময় ছাত্র-জনতার ধাওয়ায় পিছু হটেন হামলাকারীরা। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, মহানগরের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহাকে পাওয়া যাচ্ছে না। তারা কোথায় কিভাবে রয়েছেন এখনো পরিষ্কার জানা যায়নি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা হলেও দলীয় পক্ষে কোন প্রতিবাদ বা মিছিলও হয়নি। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে দলের সভাপতি ভারতে চলে যাওয়ায় তারা লাপাত্তা রয়েছেন। সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে ১৯ জুলাই শহরে তা-বলীলায় খোকন সাহা থাকলেও পরবর্তীতে রাজপথে দেখা যায়নি। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট সকালে দলীয় কার্যালয়ে মিছিল শেষে আব্দুল হাই শহর ছাড়েন। তিনি রূপগঞ্জ তার বাড়িতে রয়েছেন বলে জানা গেলেও সত্যতা পাওয়া যায়নি। বিএনপির একাংশ নেতাদের আশ্রয়ে তিনি এখনো ছাত্র-জনতা হতাহত মামলার আসামীও হয়নি। এমনকি তার শীর্ষরাও কোন মামলায় আসামী হয়নি। এদিকে পুরো ছাত্র-জনতা আন্দোলন চলাকালে ঢাকায় অবস্থানে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি বাদল। তাদের ২২ জুলাই মহানগর যুবলীগের খাবার বিতরণ অনুষ্ঠানে এক পলক দেখা গেলেও বাকি দিনগুলোতে দেখা যায়নি।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯