আজ মঙ্গলবার | ৫ নভেম্বর ২০২৪ | ২০ কার্তিক ১৪৩১ | ২ জমাদিউল আউয়াল ১৪৪৬ | বিকাল ৪:৫৩

শ্রমিক অভ্যুত্থান দিবসে ১৮ দফা বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ

ডান্ডিবার্তা | ০৩ নভেম্বর, ২০২৪ | ১০:১৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

গার্মেন্টস শ্রমিক অভ্যূত্থান দিবস উপলক্ষে ৩ নভেম্বর সকাল ৯ টায় ফতুল্লা বিসিক এলাকায় প্যানটেক্স ড্রেস লিমিটেড কারখানার সামনে শহীদ আমজাদ হোসেন কামালের অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেথে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের অন্তর্ভুক্ত বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। বিকেল ৪ চার টায় চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ কামালের স্মরণে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা কমিটির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপের সমন্বয়ক হাফিজুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা কমিটির সভাপতি হাফিজুর রহমান, বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু হাসান টিপু, গার্মেন্টস শ্রমিক সংহতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অঞ্জন দাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সভাপতি আঃ হাই শরীফ, যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০০৩ সালে ৩ নভেম্বর নারায়ণগঞ্জের বিসিক এলাকার শ্রমিকরা ৮ ঘণ্টা কর্মদিবস, শ্রমের ন্যায্য মজুরি, ওভারটাইম কাজের দ্বিগুণ মজুরি, দুই ঈদে উৎসব বোনাস ও বিভিন্ন ছুটিসহ ১৮ দাবিতে আন্দোলনে নেমে ছিলো। সেই আন্দোলন দমাতে মালিক গোষ্ঠী পুলিশ দিয়ে গুলি চালিয়ে আমজাদ হোসেন কামাল কে হত্যা করে আরও অসংখ্য শ্রমিককে আহত করা হয়। শ্রমিক হতাহতদের ঘটনায় সেদিন নারায়ণগঞ্জের লাখো লাখো শ্রমিক রাজপথ প্রকম্পিত করে ছিলো। যার ফলে মালিকরা সকল দাবি মেনে নিতে বাধ্য হয়েছিলো। পরবর্তীতে সব দাবি বাস্তবায়ন করা হয়নি। কমাল হত্যার বিচার আজ অবধি হয়নি। বর্তমান সময়ে বিভিন্ন অঞ্চলে শ্রমিক ছাঁটাই-নির্যাতন দমন-পীড়ন হামলা-মামলা হয়রানি করা হচ্ছে। মজুরি আন্দোলনে স্বৈরাচারী আ’লীগ সরকার পুলিশ দিয়ে গুলি চালিয়ে ৪ শ্রমিক কে হত্যা করেছে। ৫ আগস্টের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছে। এখন গণ অভ্যূত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও আশুলিয়ায় শ্রমিকদের উপর আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালিয়ে কাউসার ও চম্পা খাতুন কে হত্যা করেছে। এটা কোন ভাবেই মেনে নেয়া যায় না। শহীদ কামাল’সহ সকল শ্রমিক হত্যার বিচার করতে হবে। শ্রমিক ছাঁটাই-নির্যাতন দমন-পীড়ন হামলা-মামলা, হয়রানি বন্ধ করতে হবে। গার্মেন্টস শ্রমিকদের ১৮ দফা চুক্তি সকল কারখানায় বাস্তবায়ন করে পোশাক শিল্পের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩
  • ১১:৪৫
  • ১৫:৪১
  • ১৭:২১
  • ১৮:৩৬
  • ৬:০৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা