ডান্ডিবার্তা রিপোর্ট:
সিদ্ধিরগঞ্জের আদমজী নাসিক ৬ ও ৭নং এলাকার অন্যতম সমস্যা হলো মাদক। যার ভয়াল থাবা থেকে নিষ্কৃতি পাচ্ছেনা যুব সমাজ। এই দুই ওয়ার্ডের অলিগলিত মিলছে মাদক। এ অবস্থায় অভিভাবকরা তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে। মাদকের নিষ্ঠুর যাত্রায় কেউ লাখ লাখ টাকার ব্যবসা ধ্বংস করে সর্বশান্ত হয়ে জড়িয়েছেন ভয়ংকর অপরাধ চক্রে। অনেক পরিবার তছনছও হয়ে গেছে। এসব কারবারে সবচেয়ে বেশী আসক্তি দেখা গিয়েছে উঠতি বয়সের তরুন-তরুনীদের মাঝে। বিভিন্ন মাদক দ্রব্যের ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, কোকেন, আফিন ও গাজায় আসক্ত হয়ে পড়ছে তারা। বর্তমানে ছোট ছোট শিশু ও কিশোররা ড্যান্ডি নামক মাদক সেবনে ঝুঁকে পড়েছে। এদিকে মাদক পাচারকারীরা মাদক মওজুদের নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা ও র্যাব-১১ এর প্রধান কার্যালয় সংলগ্ন এলাকাগুলোকে। থানা ও র্যাব-১১ এর প্রধান কার্যালয় পাশে বলেই মাদক ব্যবসায়ীরা নিরাপদে এ অঞ্চলগুলোতে মাদক মওজুদ ও ক্রয় বিক্রয় করে আসছে। বিশেষ করে নাসিক ৬নং ওয়ার্ড ও ৭নং ওয়ার্ড আদমজীনগর কদমতলী, নতুন বাজার, আইলপাড়া, শিমুলপাড়া, চরশিমুল পাড়া, বিহারী ক্যাম্প, মন্ডলপাড়া, বার্মা স্ট্যান্ড বাগপাড়া, মুনলাইট পূর্ব পাশের চৌরাস্তা এলাকায়সহ চলছে জমজমাট মাদক ব্যবসা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত ৃপাড়ামহল্লায় অভিনব কৌশলে সেবনকারীদের কাছে মরন নেশা ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য পৌঁছে দিচ্ছে। রাজনৈতিক নেতাদের সাথে মাদক ব্যবসায়ীদের সখ্যতা ও এলাকার সন্ত্রাসীদের ছত্রছায়ায় মাদকের বড় বড় চালান এনে নিরাপদে সরবারহ হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। আদমজী কদমতলী এলাকার মাদক ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- সোহেল ওরফে জনসন কদমতলী খালপাড়, জলিল ছলিমখাঁর মাঠ, উজ্জল, পাপ্পু, শাওন, সাগর নয়াপাড়া, লিটন, মাসুদ, টুটুল কদমতলী মধ্যে পাড়া, মাদরে ডিলার নুরু মিয়া মেকার মসজিদ গল্লি। এরা অবাধে মাদক বিক্রি করছে যা স্কুল-কলেজ পড়ুয়া ছাত্ররা হাত বাড়ালেই পাচ্ছে মরন নেশা ইয়াবা। তারা বলছেন, যে কিশোর গ্যাংয়ের উদ্ভব হয়েছে প্রতিটি এলাকায়- তার নেপথ্যের প্রধান কারণই হল মাদকের সহজলভ্যতা। চিহ্নিত মাদক ব্যবসায়ীরা রাজনৈতিক শেল্টারে কিশোরদের দিয়ে মাদক ব্যবসা করাচ্ছে বলেই এলাকায় আধিপত্য বিস্তারে কিশোর গ্যাংয়ের চোরি ছিনতাই ডাকাতির মতো ঘটনা ঘটছে। তথ্যসূত্রে জানাগেছে, গত জুলাই-আগষ্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকার পরিবর্তনের সাথে সাথে দেশের সব কিছুর পরিবর্তন হলেও বন্ধ হয়নি মাদক ব্যবসা। দিন দিন যেনো বেড়েই চলছে মাদক ব্যবসায়ীদের জমজমাট মাদক ব্যবসা। সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডের আদমজী নতুন বাজার এলাকার চিহ্নিত মাদকের ডিলার, মাদকও হত্যা মামলাসহ প্রায় ডজন মামলার আসামি পক্ষি মজিবুরের ছেলে নাহিদ ও তার সহযোগী ইউনুছের ছেলে হাসান, মিজান, ইউসুফ, রাতুল, লামিম, সাকিব, বিহারী ক্যাম্পের মেজর আলীর ছেলে ডিলার বাবলা, আকরাম, ইয়াসিন, ভুট্টু, তাছলিশ, কাল্লু,খাটিয়া গুড্ডু, শুক্কুর, হীরা, হানিফ, গুড়িয়া, হামারা যাবেদ, নাঈম, রাজু, শাবনাম, মুরাদ, জুসনা, ইমরুল, দুলালী, সোহাগ, রানী, আরমান, রাজ, রমজান, কামাল, মোস্তফা, ফেকু, চরশিমুল পাড়া এলাকার টেইলার রাজ, সুরুজ, মোহাম্মদ আলী, বাদল, নাছির, জাকারিয়া, মনির, হোসেন,ইমন, হাসান, তাজু, রিপন, লিখন, সেন্টু, আইল পাড়া এলাকার ডিলার সায়েদ, ইফতি, মুন্না, সমন, পিচ্চি বাবু, বাগপাড়া এলাকার সাদ্দম, রমজান, সরেজমিনে দেখা গেছে, বিহারি ক্যাম্পটি দুই ভাগে বিভক্ত। ৩ নম্বর পুকুরের দুই পাড় মিলিয়ে সব বিহারিদের বসবাস। একপাশের নাম ৩ নম্বর টিনপট্টি এবং তার বিপরীত দিকের নাম সিমুলপাড়া চেয়ারম্যান অফিস। পুরো এলাকায় প্রায় আড়াই হাজার পরিবার বসবাস করে। কিন্তু সেখানে দেখা মেলে ভয়ংকর দৃশ্যের। অনুসন্ধানে দেখা গেছে, বিহারি ক্যাম্পের দুটি আলাদা সারির মাদক কারবারিদের ভয়ানক কর্মকাণ্ড। প্রতিটি অলিগলি মাদক কারবারিদের বেচাকেনায় জমজমাট। শুধু পুরুষই নয় ঘরের নারীরাও বিক্রিতে ব্যস্ত সময় পার করে। টাকা নিয়ে হাত বাড়ালে মুহূর্তেই মেলে হেরোইন, ইয়াবা, গাঁজা। আর এ মাদকের কারবার নিয়ন্ত্রন করছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। মাদক বেচাকেনায় গড়ে তুলেছে বিশাল একটি সিন্ডিকেট। এদের ভয়ে কেউ প্রতিবাদ করারও সাহস পায়না। এরফলে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীর দৈনন্দিন জীবনযাত্রা। ওই চিহ্নিত মাদক কারবারিরা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। পুলিশিং কার্যক্রম শিথিল থাকার কারনেই প্রতিটি মাদক স্পটে প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা। অপরদিকে, মাদকের ভয়াবহতায় সামাজিক অবক্ষয় থেকে পরিত্রান পাওয়ার জন্য যৌথ বাহিনী জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯