ডান্ডিবার্তা রিপোর্ট:
সোনারগাঁয়ে যুবলীগ নেতা মো. জাহিদুল ইসলাম ওরফে স্বপনকে আটক করেছে র্যাব-১১। শনিবার (২ নভেম্বর) রাতে সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের যাত্রাবাড়ি থানা, ফতুল্লা থান ও সোনারগাঁও থানায় পৃথক ৩টি মামলা রয়েছে। আটককৃত মো. জাহিদুল ইসলাম উরফে স্বপন ফতুল্লার বড় নগর এলাকার ওয়ালি উল্লাহ মিয়ার ছেলে। সে সোনারগাঁও থানা যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদক’র দায়িত্ব পালন করছেন। র্যাব-১১ মিডিয়া অফিসার (এএসপি) সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৮ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত চলমান ‘বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে’ সোনারগাঁওয়ে কুখ্যাত সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাঁদাবাজ হিসাবে পরিচিত যুবলীগ নেতা মো. জাহিদুল ইসলাম ওরফে স্বপন, ফতুল্লার লিংক রোড ভুঁইগড় বাসস্ট্যান্ড এলাকায় তার সহযোগীদেরকে নিয়ে। আগ্নেয়াস্ত্র, পিস্তল, রামদা, চাপাতি, হকিস্টিক, চাইনিজ কুড়ালসহ শান্তিপূর্ণ ভাবে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা করার উদ্দেশ্যে ঝাপিয়ে পড়ে। ছাত্র ও জনতার শান্তিপূর্ণ আন্দোলন বিফল করার জন্য আসামীগণ একত্রিত হয়ে তাদের হাতে থাকা অস্ত্র-শস্ত্র নিয়ে আক্রমন করে। পরে আটককৃতর উস্কানি ও তার মদদে তার সহযোগী অন্যান্য আসামীরা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, যানবাহন, বাস স্টেশনসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে অগ্নি সংযোগ ও ভাংচুর করে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। আসামীর এরূপ সন্ত্রাসী কর্মকান্ডের ফলে সাধারন জনগণ গুরুতর আহত হওয়াসহ প্রানহানীর শিকার হয়। র্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে এক সময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে সখ্যতা তৈরি করে সোনারগাঁও এলাকায় ভূমিদস্যুতা, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে জড়িত ছিল। তার এই সব অপকর্মের জন্য ২০১৮ সালে তাকে দল হতে বহিস্কার করা হয়েছিল। পরবর্তীতে সে আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এর সাথে সখ্যতা তৈরি করে। এমপি কায়সার ও তার পিএস মাসুম’র প্রকাশ্যে মদদে স্বপন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজিসহ ভূমিদস্যুতা শুরু করে। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট ছিল। কিন্তু প্রকাশ্যে এলাকার মানুষ তার বিরুদ্ধে কথা বলা সাহস পেত না। তার এই সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে মিথ্যা মামলায় ফাঁসানো, মারধরসহ অমানসিক নির্যাতন করত। তারই ধারাবাহিকতায় স্বপনকে সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯