আজ মঙ্গলবার | ৫ নভেম্বর ২০২৪ | ২০ কার্তিক ১৪৩১ | ২ জমাদিউল আউয়াল ১৪৪৬ | বিকাল ৪:৫৭

ট্যাক্সের টাকা দিয়ে না.গঞ্জকে সিঙ্গাপুর বানানো যায়

ডান্ডিবার্তা | ০৩ নভেম্বর, ২০২৪ | ১০:১৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও হেফাজত ইসলাম বাংলাদেশের জেলার সভাপতি মুফতি মুনির হোসাইন কাশেমী বলেন, আমরা বলে থাকি আমরা দেওবন্দি। দেওবন্দি শুধুমাত্র একটি লেখাপড়া করার প্রতিষ্ঠানের নাম নয়। দেওবন্দি লেখাপড়ায় যে চর্চাকরায়, আমি সেই চর্চা করি। দেওবন্দি যে পরী মুরিদের আমিও সেই চর্চা করি। দেওবন্দ ডে দাওয়াতে তবলীগের কাজ করে, সেই দাওয়াতে তবলীগের কাজ আমি করি, বিশ্বাস করি, ভালোবাসি এবং কর্মের মধ্যে তা ধারণ করি। দেওবন্দ যে রাজনীতির প্রচলন করেছে সেই রাজনীতি আমার হৃদয়ে সব সময় ঈমানের ধারা হিসেবে আমি ধারণ করি, সেই রাজনীতির একজন কর্মী হিসেবে নিজের মধ্যে ধারণ করি। রবিবার (৩ নভেম্বর) বিকালে আলী আহম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার আয়োজনে ‘শাইখুল হিন্দ কনফারেন্স অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মুনির হোসাইন কাশেমী বলেন, সার্বিক ইসলামের কাজ জমিয়তে ওলামায়ে ইসলাম করে যাচ্ছে। আমি জমিয়ত এই জন্য করি যেখানে শারিফুল ইসলাম মাদানি (র), মুফতি আজম ওবায়দুল্লাহ সাহেব করে বলে আমি জমিয়ত করি। জমিয়ত মাটি ও মানুষের কথা বলে। সাধারণ মানুষ ও জনগণের হকের কথা বলে। নারায়ণগঞ্জের মানুষ বঞ্চিত মানুষ, তারা নিজেরা বলতে পারে না। কারণ তারা বঞ্চিত। নারায়ণগঞ্জের যে শিল্প কলকারখানা আছে, শুধু এই নারায়ণগঞ্জের ট্যাক্স দিয়ে নারায়ণগঞ্জকে একটা সিঙ্গাপুর বানানো যায়। কিন্তু আমাদের এখানে ৫মিনিটের রাস্তা আসতে ২৫ মিনিট সময় লাগে। এই অধিকার বঞ্চিত মানুষের অধিকার বুঝিয়ে দেয়ার জন্য আমি জমিয়তে ইসলাম করি। আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনে আমিই একমাত্র মুখ নই। নারায়ণগঞ্জে অনেক প্রতিভাবান নেতৃত্ব আছে। তাদের যে কোন জায়গায় দাড় করালে আমাদের বন্ধু সংগঠনগুলোর সহযোগীতা নিবো, তাদের সহযোগীতা দিবো। এই দেশটাকে ইনশাআল্লাহ ইসলামী দেশ বানিয়ে ছাড়বো। এ সময় আরও উপস্থিত ছিলেন, জমিয়াতে উলামায়ে ইসলামের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা মনজুরুল ইসলাম আফেন্দি, সহ-সভাপতি শাইখুল হাদিস আল্লামা আব্দুর রব ইউসুফী ও খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব, কেন্দ্রীয় অর্থ সম্পাদক জাকির হোসেন কাসেমী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তৈয়ব আল হুসাইন ও মাওলানা মুফতি জাবের কাসেমী, জেলা জমিয়াতে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, মুন্সিগঞ্জ জমিয়াতে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক শায়খুল হাদিস আল্লামা বশির আহমেদ, মাধবদী আহলে সুন্নাত ওয়াল জামিয়াত পরিষদের সভাপতি মুফতি শামুল হক উজানী, কাশিপুর মাদ্রাসার মুহতারিম মাওলানা মুফতি আব্দুস সবুরসহ নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩
  • ১১:৪৫
  • ১৫:৪১
  • ১৭:২১
  • ১৮:৩৬
  • ৬:০৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা