ডান্ডিবার্তা রিপোর্ট:
জাতীয় রাজস্ব বোর্ড এর নির্দেশনা মোতাবেক কর অঞ্চল-নারায়ণগঞ্জের করদাতাগণের আয়কর রিটার্ন দাখিল ও প্রাপ্তিস্বীকারপত্র প্রদান সহজীকরণের লক্ষ্যে “নভেম্বর মাসব্যাপী আয়কর তথ্য-সেবা মাস” ২০২৪ শুরু হয়েছে। রবিবার (৩ নভেম্বর) কর অঞ্চল-নারায়ণগঞ্জ এর কর কমিশনার মুহাম্মদ আমিনুর রহমান “আয়কর তথ্য-সেবা মাস এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার পরিদর্শী রেঞ্জ-৩ কর অঞ্চল-নারায়ণগঞ্জ মিজ্ ফেরদৌসী হোসেন, আরও উপস্থিত ছিলেন কর অঞ্চল-নারায়ণগঞ্জ এর উপকর কমিশনার সদর দপ্তর (প্রশাসন), সদর দপ্তর (প্রায়োগিক) ও নকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সম্মানিত করদাতাগণ। পরে কর কমিশনার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণকে নভেম্বর মাসব্যাপী “আয়কর তথ্য-সেবা মাস” ২০২৪ এ আন্তরিকভাবে করদাতাগণকে সেবা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি জানান, কর অঞ্চল-নারায়ণগঞ্জের অধীক্ষেত্রাধীন নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলায় বিদ্যমান আয়কর অফিসসমূহেও নভেম্বর মাসব্যাপী “আয়কর তথ্য-সেবা মাস” ২০২৪ এর কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য, ২০২৪-২০-২৫ করবয়য়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত সরকারি কল মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, মারিকো বাংলাদেশ লিমিটেড, অর্ডার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাটা স্ ুকোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এবং নেসলে বাংলাদেশ পিএলসিতে কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণ এর অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। কর অঞ্চল- নারায়ণগঞ্জে উল্লেখিত করদাতাগণকে অনলাইনে রিটার্ন দাখিলে পরামর্শ ও সহায়তা প্রদান করার পক্ষ্যে পৃথক ই-টাক্স বুথ স্থাপন করা হয়েছে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯