ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দিদার গং। সম্প্রতি এই ঘটনা অহরহ ঘটছে। জানা গেছে, গত শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ক্রাউন সিমেন্ট সংলগ্ন মেইন গেটের সামনে গ্যাসের মেইন পাইপ থেকে অবৈধভাবে সংযোগ দেওয়ার ১০-১২টি সংযোগ পাইপ যুক্ত করা হয়েছে। এসব লাইন থেকে গ্রাহক পর্যায়ে গ্যাস সংযোগ দেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সন্ত্রাসী ও গ্যাস চোর চক্রের হোতা দিদার, মাদবর, সারোয়ার, আমজাদ হোসেনের নেতৃত্বে এক দল সন্ত্রাসী দিনে দুপুরে প্রকাশ্যে গ্যাসের মেইন পাইপ কেটে ১০-১২ টি অবৈধ গ্যাস সংযোগ বের করে রেখেছে। প্রত্যেকটি সংযোগ থেকে ২০-৩০ হাজার করে টাকা হাতিয়ে নিতে ইতোমধ্যে বেশ কয়েকজন গ্রাহকের সাথে তারা কথা বলেছে। মূলত স্থানীয় গ্যাস কন্ট্রাকটার হিসেবে পরিচিত খলিলের মাধ্যমে এই গ্যাস চোর সিন্ডিকেট এসব অপকর্ম করে আসছে। জানা গেছে, গ্যাস কন্ট্রাকটার হিসেবে পরিচিত খলিলের এক নিকট আত্মীয় তিতাস গ্যাস অফিসে কর্মরত ছিল। সেই সুবাদে তিতাস গ্যাস অফিসের নানা কাজ করে থাকে খলিল। তবে বর্তমানে তার সেই আত্মীয় অবসরে চলে গেলেও তার দৌরাত্ব থেমে নেই। তিনি স্থানীয় গ্যাস চোর সিন্ডিকেটের সাথে যোগাসাজসে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে মোট অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯