ডান্ডিবার্তা রিপোর্ট:
সিদ্ধিরগঞ্জে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন এমন সন্দেহে কাঞ্চন নাহার (৩৪) নামের এক স্ত্রীকে গলায় গামছা পেচিয়ে শ^াসরোধ হত্যা করেছেন পাষন্ড এক স্বামী। রবিবার সকালে নাসিক সিদ্ধিরগঞ্জের মিজমিজি আল আমিন নগরের মো. আফতাব উদ্দিনের ভাড়াটিয়া বাড়ি থেকে তার উদ্ধার করে পুলিশ। এসময় নিহত কাঞ্চন নাহারের স্বামী মো. মোতালিম মিয়াকে (৩৮) আটক করা হয়। নিহত কাঞ্চন নাহার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার রামজীবন গ্রামের আবুল কালামের মেয়ে এবং স্বামী মোতালেব মিয়া একই গ্রামের মায়েজউদ্দিনের ছেলে। ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই নিবির আহমেদ জানান, তারা স্বামী-স্ত্রী উভয়ে আদমজী ইপিজেডে পৃথক দুইটি তৈরী পোষাক কারখানায় কাজ করেন। স্বামী মো. মোতালিম মিয়া ইউনেস্কো বিডি লিমিটেড নামে তৈরী পোষাক কারখানার ডেপুটি ম্যানাজার হিসেবে কাজ করেন এবং নিহত স্ত্রী কাঞ্চন নাহার লিনটাচ নামক অপর একটি কারখানায় অপারেটর হিসেবে করতেন। গত শনিবার রাতে মোতালিম মিয়া বাসায় ফেরার পর দেখতে পান তার স্ত্রী কাঞ্চন নাহার ফোনে কথা বলছেন। এসময় সন্দেহ হলে, কার সাথে কথা বলছেন তার স্ত্রীর নিকট সে কারন জানতে চান মোতালিম মিয়া। কিন্তু স্ত্রী কাঞ্চন নাহার তার মোবাইল থেকে নাম্বারটি মুছে ফেলেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। সারা রাত তারা ঝগড়া করে সকালে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী কাঞ্চন নাহার বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন এ সন্দেহে গলায় গামছা পেচিয়ে শ^াসরোধ করে হত্যা করে স্বামী মোতালেব মিয়া। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরন করে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন জানান, স্ত্রী হত্যার ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে। স্বামী মোতালেব মিয়া তার স্ত্রীকে হত্যার কথা পুলিশের নিকট স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯