ডান্ডিবার্তা রিপোর্ট:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাকে একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল এক শিক্ষার্থী নিহত ও এক শিক্ষার্থী আহত হয়েছে। নিহতের নাম রাফি তালুকদার নিহন (২০)। সে চাঁদপুরের সদর উপজেলার আজিজুর রহমান হিরণের ছেলে। সে এবার সিদ্ধেশ্বরী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। অপরদিকে সাথে থাকা আহত বন্ধুর নাম ইব্রাহিম ইসলাম কাব্য (১৯)। গত শনিবার রাতে ফতুল্লার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল রবিবার তথ্যটি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইন্সপেক্টর (টিআই) আবু নাঈম সিদ্দিকী। টিআই আবু নাঈম সিদ্দিকী জানান, রাফি তালুকদার নিহন ও তার বন্ধু কাব্য একটি মোটরসাইকেল যোগে ঢাকার যাত্রাবাড়ী থেকে সোনারগাঁওয়ের মেঘনাঘাটের দিকে যাচ্ছিল। এ সময় সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় পৌঁছলে একটি বাস তাদের বহনকৃত মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ফলে তারা রাস্তায় ছিটকে পড়লে গুরুতর আহত হন। গুরুতর আহত রাফি তালুকদারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আহত ইব্রাহিম ইসলাম কাব্য কে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো -একটিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় ফতুল্লা থানায় নিহতের ভগ্নিপতি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের সকল ক্যামেরা ভেঙ্গে গেছে। তাই অভিযুক্ত বাসটি শনাক্ত করতে সমস্যা হচ্ছে। বাসটি শনাক্ত করণে আমাদের পুলিশ কাজ করছে। ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম বলেন, মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহতের ঘটনায় আমরা একটি মামলা নিয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এই মামলার তদন্ত করছে হাইওয়ে থানা পুলিশ।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯