আজ মঙ্গলবার | ৫ নভেম্বর ২০২৪ | ২০ কার্তিক ১৪৩১ | ২ জমাদিউল আউয়াল ১৪৪৬ | দুপুর ২:১০

সিদ্ধিরগঞ্জে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

ডান্ডিবার্তা | ০৩ নভেম্বর, ২০২৪ | ১০:২৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাকে একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল এক শিক্ষার্থী নিহত ও এক শিক্ষার্থী আহত হয়েছে। নিহতের নাম রাফি তালুকদার নিহন (২০)। সে চাঁদপুরের সদর উপজেলার আজিজুর রহমান হিরণের ছেলে। সে এবার সিদ্ধেশ্বরী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। অপরদিকে সাথে থাকা আহত বন্ধুর নাম ইব্রাহিম ইসলাম কাব্য (১৯)। গত শনিবার রাতে ফতুল্লার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল রবিবার তথ্যটি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইন্সপেক্টর (টিআই) আবু নাঈম সিদ্দিকী। টিআই আবু নাঈম সিদ্দিকী জানান, রাফি তালুকদার নিহন ও তার বন্ধু কাব্য একটি মোটরসাইকেল যোগে ঢাকার যাত্রাবাড়ী থেকে সোনারগাঁওয়ের মেঘনাঘাটের দিকে যাচ্ছিল। এ সময় সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় পৌঁছলে একটি বাস তাদের বহনকৃত মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ফলে তারা রাস্তায় ছিটকে পড়লে গুরুতর আহত হন। গুরুতর আহত রাফি তালুকদারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আহত ইব্রাহিম ইসলাম কাব্য কে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো -একটিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় ফতুল্লা থানায় নিহতের ভগ্নিপতি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের সকল ক্যামেরা ভেঙ্গে গেছে। তাই অভিযুক্ত বাসটি শনাক্ত করতে সমস্যা হচ্ছে। বাসটি শনাক্ত করণে আমাদের পুলিশ কাজ করছে। ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম বলেন, মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহতের ঘটনায় আমরা একটি মামলা নিয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এই মামলার তদন্ত করছে হাইওয়ে থানা পুলিশ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩
  • ১১:৪৫
  • ১৫:৪১
  • ১৭:২১
  • ১৮:৩৬
  • ৬:০৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা