বন্দর প্রতিনিধি :
গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে বন্দরে চাঁদাবাজী, জমি কিংবা পুকুর জবর দখলসহ সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এমন কথা জানিয়েছে বিভিন্ন এলাকার ভূক্তভোগীরা। এর ধারাবাহিকতায় গত রোববার (৩ নভেম্বর) সকাল ১০টায় বন্দর কোর্টপাড়া ২ লাখ টাকা চাঁদার দাবিতে সালাউদ্দিন ভূইয়া (৫৫) মৎস খামারীকে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করার খবর পাওয়া গেছে। আহত মৎস খামারি সালাউদ্দিন ভূইয়া বন্দর কোর্টপাড়া এলাকার মৃত জাহের আলী ভূইয়া ছেলে। স্থানীয়রা আহতকে জখম অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। এ ব্যাপারে আহত মৎস খামারী সালাউদ্দিন মিয়া বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে হামলাকারি সন্ত্রাসী রাসেল, ফয়সাল রায়হান, ভূইট্টা আবুল ও তার স্ত্রী রাবেয়া বশরিকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
আহত মৎস খামারী ও অভিযোগ সূত্রে জানা গেছে,বন্দর কোর্টপাড়া এলাকার মৃত জাহের আলী মিয়ার ছেলে মৎস খামারী সালাউদ্দীন ভূইয়া ও তার পরিবার দীর্ঘ ৪৫ বছর ধরে বন্দর রেললাইন কোর্টপাড়া এলাকার রেলওয়ে সম্পত্তী লিজে এনে ভোগদখল করে আসছে। গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে বন্দর নূরবাগ এলাকার ভূইট্টা আবুলসহ তার ৩ সন্ত্রাসী ছেলে ও একাধিক মামলার আসামী রাসেল, ফয়সাল, রায়হান ও তাদের মা বিএনপি নামধারী নেত্রী রাবেয়া বশরি আমাদের লিজপ্রাপ্ত রেলওয়ের পুকুর দখলের পাঁয়তারা করে আসছিল। এর ধারাবাহিকতায় রোববার সকাল সাড়ে ১০টায় সন্ত্রাসী রাসেলসহ উল্লেখিতরা মৎস খামারী সালাউদ্দিন ভূইয়াকে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালাগালি করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই সময় খামারী চাঁদা দিতে পারবেনা বলে জানালে ওই সময় ভূইট্টা আবুল ও তার স্ত্রী কতিপয় বিএনপি নামধারি নেত্রী রাবেয়া বশরি হুকমে তার ৩ চাঁদাবাজ ছেলে রাসেল, ফয়সাল ও রায়হান মিলে উল্লেখিত মৎম খামারীকে হত্যার উদ্দেশ্য লোহার রড ও লাঠী সোটা দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে নগদ ১৭ হাজার ৫’শ টাকা ছিনিয়ে নিয়ে যায়। সন্ত্রাসী ও চাঁদাবাজ পরিবারের কবল থেকে রেহাই পাওয়ার জন্য জেলা পুলিশ সুপার ও বন্দর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী মৎস খামারী ও তার পরিবার।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯