ডান্ডিবার্তা রিপোর্ট:
সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান রমজান আলী প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার লোভে লাখ টাকা খরচ করে মানববন্ধন করেন বলে জানিয়েছেন এলাকাবাসী। এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকায়, রমজানের এধরনের কর্মকাণ্ডে এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে তার ব্যবহৃত মুঠো ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এলাকাবাসী জানান,তিনি বিএনপির সাবেক সভাপতি থাকলেও আওয়ামিলীগ নেতাদের হাত ধরে নিজের আখের গুছিয়েছেন। এমনকি রমজান মেম্বারের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে, রয়েছে তার বিরুদ্ধে ভূমিদস্যুতেরও ব্যাপক অভিযোগ।
তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়ার দাবিতে প্রচুর অর্থ ব্যয় করে লোকজন দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার(৩ নভেম্বর) সকাল আনুমানিক ১০টায় উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় নিজের আত্বীয় স্বজন ও বিভিন্ন এলাকা থেকে টাকা দিয়ে ভাড়া করে লোক এনে মানববন্ধন করান তিনি। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে এলাকাবাসী অনেকেই অভিযোগ করে বলেন, সাদিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান রমজান আলী টাকা ছাড়া কিছুই বোঝেননা। নাগরিক সনদ, জন্মনিবন্ধন,টি আর, খাবিখা,টু পার্সেন্ট, এলডিবি কাজ থেকে শুরু করে এমন কোন কাজ নেই যেখান থেকে তিনি পার্সেন্টিজ আদায় করেননা। রমজান আলী তার নির্বাচিত ওয়ার্ডে স্কুল, মাদ্রাসা,ঈদগাঁহ কবরস্থানের কোন উন্নয়নের কাজই করেননি। এছারাও বিভিন্ন অভিযোগে মামলায় আসামী হয়েছেন । নাম প্রকাশ না করার শর্তে, সাদিপুর ইউনিয়ন পরিষদের অনেকের দাবী তাকে যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া না হয়। তাকে দায়িত্ব দিলে এলাকায় দূর্নীতি আর স্বজন প্রীতির সংখ্যা এবং বালু ভরাট করে জায়গা দখলসহ ভূমিদস্যুতা বেড়ে যাবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯