ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জ শহরে ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতি রাতেই ছিনতাইয়ের শিকার হচ্ছেন কেউ না-কেউ। এমনকি কোন কোন রাতে বীরদর্পে ছিনতাই শেষে আনন্দ-উল্লাস করে ‘ছিনতাই পার্টি’ উদযাপন করছে দূবৃর্ত্তরা। শহরের চাষাড়া থেকে শুরু করে মন্ডলপাড়া পর্যন্ত বঙ্গবন্ধু সড়কের ২নং রেলে গেইট, উকিলপাড়া, নয়মাটি, করিম মার্কেটসহ আশপাশের এলাকায় প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, ৫ আগষ্টে দেশে পটপরিবর্তনের পরে পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে শহরে আশপাশ এলাকায় দলবেঁধে ছিনতাইয়ে নেমেছে কয়েকটি চক্র। রাত নামার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ছে চক্রটি। প্রতিদিন তাদের শিকারে পরিণত হচ্ছেন নিরীহ পথচারী-ব্যবসায়ীরা। পুলিশের নিষ্ক্রিয়তার কারণে শুরুতে অনেকেই থানায় অভিযোগ করতে গিয়েও ফিরে এসেছেন হতাশা নিয়ে। আর চক্রটি এই সুযোগে মাঠে নেমেছে পুরোদমে। ব্যবসায়ীদের অভিযোগ, ব্যবসাপ্রধান এলাকা হওয়ায় এখানে মূলত ব্যবসায়ীদের আনাগোনা রয়েছে। দিনের বেশির ভাগ সময় এখানে অর্থনৈতিক লেনদেন হয়। ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নীরব-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কয়েকজন সাইকেল ব্যবসায়ী জানান, রাতে কখনো কখনো দোকান বন্ধ করতে দেরি হয়। দু’য়েকটা ঘটনা আমরাও দেখেছি। কিন্তু চোখের সামনে এমন ঘটনা ঘটলেও আমাদের কিছু করার নেই। ছিনতাইকারীদের হাতে সমসময় ধারালো অস্ত্র থাকে। এ কারণে দেখেও না দেখার ভান করে থাকতে হয়। তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ধরণের কোন অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। তবে আমাদের টহল জোরদার করা হচ্ছে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯