আজ বুধবার | ৬ নভেম্বর ২০২৪ | ২১ কার্তিক ১৪৩১ | ৩ জমাদিউল আউয়াল ১৪৪৬ | সকাল ৯:১২

জাকির খানের মামলা প্রত্যাহার না হলে গণবিস্ফোরণ ঘটবে

ডান্ডিবার্তা | ০৫ নভেম্বর, ২০২৪ | ৮:১৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তি দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জাকির খান মুক্তি পরিষদ। মঙ্গলবার (০৫ নভেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ আদালতপাড়ার সামনে থেকে এ মিছিল বের করা হয়। মিছিলে সহস্রাধীক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ২নং রেলগেটস্থ জেলা ও মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, বিএনপির একটি গোষ্ঠী জাকির খানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা চায় না জাকির খানের জামিন হোক। তারা অতীতে আওয়ামী লীগ সরকারের সাথে আঁতাত করে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। আসলে তারা জেনে গেছেন, নারায়ণগঞ্জ বিএনপিতে জাকির খানের নেতৃত্ব আসলে ওই আঁতাতকারিদের কোন অস্তিত্ব থাকবে না। তাই তারা এখনও জাকির খানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছেন। তাই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। যতই ষড়যন্ত্র করুক নারায়ণগঞ্জের জনপ্রিয় নেতা জাকির খানকে দাবিয়ে রাখা যাবেনা। বক্তারা বলেন, নারায়ণগঞ্জ বিএনপিতে জাকির খানের কোন বিকল্প নাই। জাকির খানের হাতধরে বিএনপি করে আবার জাকির খানের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছেন, এটা ভালো না। আমরা আপনাদের সাবধান করে দিতে চাই, যদি ষড়যন্ত্র বন্ধ না করেন তাহলে আগামীতে আপনাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করা হবে, গণধোলাই দেয়া হবে। তাই এখনও সময় আছে সাবধান হয়ে যান। সমাবেশে তৈমূর আলমের কঠোর সমালোচনা করে বক্তারা আরও বলেন, এ তৈমূর আলম অন্ধকার (খন্দকার) জাকির খানের বাসায় গিয়ে তার আম্মাকে কথা দিয়েছিলেন এ মিথ্যা মামলা তিনি তুলে নেবেন। কিন্তু না। তিনি কথা দিয়ে কথা রাখেননি। দীর্ঘ বহুবছর ধরে তিনি এ মামলাটি জিইয়ে রেখে তিনি জাকির খানকে হয়রানী করছেন। জাকির খান হলো নারায়ণগঞ্জের আপামর জনসাধারণের হৃদয়ের স্পন্দন। তার কিছু হলে নারায়ণগঞ্জের মানুষ বসে থাকবে না। তাই এখনও সময় আছে এ মিথ্যা মামলাটি প্রত্যাহার করে নেন। নয়তো আপনার বিরুদ্ধে এ নারায়ণগঞ্জে গণবিস্ফোরণ ঘটবে। আপনার শেষ রক্ষা হবে না। এছাড়া বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তি দাবি করেন।‘জাকির খান মুক্তি পরিষদ’র আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, এই সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচএম হোসেন, জাকির খান মুক্তি পরিষদ নেতা আমিনুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো: মন্টু, জেলা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি কাউসার আহমেদ, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ রাজীব, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মো: জাকির আহমেদ, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ সালেহ আহমেদ রনি, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদ, আড়াইহাজার থানা বিএনপি নেতা মো: শামীম, গণপরিষদ নেতা কামাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ সভাপতি মুন্সী মো শাহজালাল, সাংগঠনিক সম্পাদক মো: আল আমিন হৃদয়, সহ সভাপতি আজিজুল হক, দপ্তর সম্পাদক আদনান ইব্রাহিম, শাহাদাত হোসেন সানু, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো: খোকন, মো: সুমন, সদর থানা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক হাজী সোহেল, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি সলিমুল্লাহ হৃদয়, সাধারণ সম্পাদক জুনায়েদ শুভ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল বেপারী, সহ সভাপতি সোহাগ রাজ, বন্দর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক মো রুবেল, শুক্কুর আলী বেপারী, মো: কালাম, মো: কাইয়ূম, আড়াইহাজার উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো: শাহজাহান, সাধারণ সম্পাদক মো: কাউসার ভূঁইয়া ও সোনারগাঁও উপজেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দরা সহস্রাধীক নেতাকর্মী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩
  • ১১:৪৫
  • ১৫:৪১
  • ১৭:২১
  • ১৮:৩৬
  • ৬:০৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা