বন্দর প্রতিনিধি:
বন্দরে তপন (২৭) নামে এক মাদকসেবী ঝুলান্ত লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেনপাড়াস্থ হাসনা বেগমের ভাড়াটিয়া ঘর থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। আত্মহত্যাকারী মাদকসেবী তপন উল্লেখিত এলাকার মৃত ফজলুল হক মিয়ার ছেলে ও ৪ সন্তানের জনক। এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টা হইতে সকাল ৮টার মধ্যে যে কোন সময়ে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেনপাড়া এলাকায় এ আত্মহত্যা ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আত্মহত্যাকারি মাদকসেবীর ভগ্নিপতি আমিন শেখ বাদী হয়ে লাশ উদ্ধারের ওই দিন দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা রুজু করেছে। অপমৃত্যু মামলার বাদী গনমাধ্যমকে জানান, আমার শ্যালক তপন একজন মাদকসেবী। সে দীর্ঘ দিন ধরে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সেবন করে আসছিল। মাদকের টাকা জোগাড় করতে না পেরে মঙ্গলবার গভীর রাতে যে কোন সময়ে মনের ক্ষোভে ভাড়াটিয়া ঘরের আঁড়ার সাথে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯