আজ মঙ্গলবার | ৫ নভেম্বর ২০২৪ | ২০ কার্তিক ১৪৩১ | ২ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ১০:১৮

বন্দরে বিএনপিরকে কুলশিত করতে সোহাগ- হুমায়ন, পাপ্পুরাই যথেষ্ট!! 

ডান্ডিবার্তা | ০৫ নভেম্বর, ২০২৪ | ৮:২৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

বন্দরে ১ নং খেয়াঘাটস্থ স্ট্যান্ড, প্রেসক্লাব পর্যন্ত সিটির সড়ক দখল ও চাঁদাবাজি হঠাৎ মুখোমুখি অবস্থানে কাজী সোহাগ বাহিনী ও হুমায়ন- পাপ্পু বাহিনী। ৫ আগস্টের পর৷ থেকে কাজী সোহাগ বাহিনী সকল কিছু নিয়ন্ত্রণে নেই। স্ট্যান্ডসহ জেনারেটর,সহ নাসিক সড়ক দখল করে চাঁদাবাজি করছে। এতে দীর্ঘদিন ২ মাস পর হলেও বাধা হয়ে দাড়ায় হুমায়ন ও পাপ্পু বাহিনী বাহিনী।  সোহাগ বাহিনীর বিরুদ্ধে শুরু থেকেই নানা অপকর্মের সংবাদ প্রকাশ হয়। গ্যারেজ দখল, ফোনে  হত্যার হুমকিসহ বেশ দাপটে অবস্থান তৈরি করে।  এমন সময় হঠাৎ উৎত্তপ্ত হয়ে পড়ছে খেয়াঘাট স্ট্যান্ডবাজি নিয়ে। উভয় গ্রপ নিজেদের অপকর্ম ডাকতে সাংবাদিক সম্মেলন করে। যাকে বলে শাক দিয়ে মাস ঢাকার শামিল।  সিএনজি শ্রমিক কমিটির নামে চাঁদাবাজির প্রতিবাদ করায় তিন শ্রমিকের উপর হামলা করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) রাতে যুবদল নেতা কাজী সোহাগের নেতৃত্বে এ হামলার অভিযোগ ওঠে। হামলায় আহত হয়েছেন সিএনজি চালক রানা, তারেক ও স্বপন। ঘটনার প্রতিবাদে (২৮ অক্টোবর) সোমবার সকালে সিএনজি চালকরা নাসিক ২২নং ওয়ার্ডের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও বন্দর বাজারে প্রতিবাদ সভা করেন। এতে অংশ নেন শতশত সিএনজি চালকর। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় সিএনজি চালকদের উপর হামলাকারী চাঁদাবাজ সোহাগ সহ তার বাহিনীর সদস্য আকাশ ও কিমন খানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পাপ্পু, যুগ্ম আহ্বায়ক রনি, সৈকত ও বন্দর থানা যুবদল নেতা হুমায়ন।  জানা গেছে, করোনাকালীন সময় থেকে বন্দর ১নং খেয়াঘাট সিএনজি স্ট্যান্ড থেকে মালিক ও শ্রমিক কমিটির চাঁদা আদায় করা বন্ধ থাকে। গত ৫ আগস্টে স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সিএনজি স্ট্যান্ড দখল নেয় কথিত যুবদল নেতা কাজী সোহাগ। দখল নেওয়ার পর থেকেই ফুটপাত থেকে চাঁদা আদায় শুরু করেন। পরবর্তী সময়ে কাজী সোহাগ অবৈধভাবে সিএনজি শ্রমিক কমিটির সভাপতি ঘোষণা করে। এরপর থেকেই তিনি শ্রমিক কমিটির নামে চাঁদা তোলার চেষ্টা চালিয়ে যায়। গত রবিবার কমিটির নামে চাঁদাবাজি করতে গেলে প্রতিবাদ করে সিএনজি চালক রানা, তারেক ও স্বপন। এর জের ধরে সিএনজি স্ট্যান্ড থেকে ওই তিন চালককে ধরে এনে বেধড়ক মারধর করে কাজী সোহাগ, আকাশ ও কিমন খান সহ তার বাহিনীর সদস্যরা। এ ঘটনায় দুলাল বাদি হয়ে নামধারী যুবদল নেতা কাজী সোহাগ, শাহীন, রশিদ, আব্দুর রহমান ও রুবেলকে অভিযুক্ত করে ৫ জনের নাম উল্লেখ সহ আরো ১০ থেকে ১৫জনকে অজ্ঞাতনামা করে বন্দর থানায় মামলা  দায়ের করা হয়। এনিয়ে সিএনজি চালকরা উত্তোজিত হয়ে ঔদিন রাতেই চান মিয়ার মার্কেটে অবস্থিত চাঁদাবাজ সোহাগের অফিস ভাংচুর চালায়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিএনজি চালকদের উপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে।  কাজী সোহাগ বাহিনীকে গ্রেফতারের দাবী।  বন্দরের পূর্ব ও  দক্ষিণাঞ্চলের লক্ষাধিক গার্মেন্ট শ্রমিকসহ ২/৩ লাখ জনসাধারণের চলাচলের একমাত্র সড়ক বন্দর ১নং খেয়াঘাট। নাসিক ২২ নং ওর্য়াডের রাস্তাটি দিয়ে প্রতিদিন লাখ লাখ লোক চলাচল করে। নাসিক ২২ নং ওর্য়াডস্থ ১ নং খেয়াঘাট হতে ২৩ নং ওর্য়াডের নবীগঞ্জস্ট্যান্ড পর্যন্ত প্রধান ব্যস্ততম সড়কটি অবৈধভাবে দখল হলেও রহস্যময় নীরবতা পালন করেছে নাসিক কর্তৃপক্ষ। ব্যস্ততম এ সড়কের প্রবেশমুখ বন্দর বাজার থেকে শুরু করে  খেয়াঘাট পর্যন্ত রাস্তার এক পাশ দখল করে কাঁচাবাজার বসিয়েছে স্থানীয় নামধারী যুবদল নেতা কাজী সোহাগ।  যুবদলের পরিচয়ে কাজী সোহাগ ওরফে ঘার বাকা সোহাগ যেন আরেকটি স্বঘোষিত নেতার পরিচয়ে বনে যাওয়ার অপচেষ্টা চালিয়ে ৫ আগস্টের পর থেকে সকল কিছু নিয়ন্ত্রনে নেয়ার চেস্টা চালিয়ে  যায়। তার হয়ে আকাশ এ টাকা তুলে ফুটপাতের আর স্ট্যান্ডের টাকা তুলে সিবু দাস। যাকে মাসিক বেতন দিয়ে রাখা হয়েছে ।  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অর্থায়নে সড়কের এক পাশ অবৈধভাবে দখল করে পসরা বসিয়ে  প্রত্যেক দোকান থেকে প্রতিদিন ১শ’ থেকে দেড়শ’ টাকা আদায় করা হচ্ছে স্থানীয়দের অভিযোগ।  বিভিন্ন পসরা বসানোর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। সরজমিন গিয়ে দেখা গেছে, শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড় বন্দর ১নং খেয়াঘাট থেকে শুরু করে বন্দর বাজার পর্যন্ত রাস্তা দখল করে পসরা সাজিয়ে দোকান দিয়ে বসেছে বিভিন্ন প্রকার কাঁচা তরকারি, ফলসহ নানা ব্যবসা। স্থানীয় বাসিন্দারা জানান, বন্দরবাসী শীতলক্ষ্যা নদী পশ্চিম পাড় হয়ে শহরে  চলাচলের প্রাণকেন্দ্র বন্দর ১নং খেয়াঘাট। নারায়ণগঞ্জের সঙ্গে যোগাযোগ রাখতে এ ঘাট দিয়ে শহরমুখী হয় মানুষ। বন্দর বাজারে অবৈধ দোকানপাট গড়ে উঠায় তীব্র যানজটে পড়ে সিএনজি, অটো ইজিবাইক, মিশুক ও অটোরিকশাসহ নানা যানবাহন।  এলোমেলো  দীর্ঘ যানজটে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। দোকানিরা জানান, প্রতিদিন ১২০ টাকা দিয়ে দোকানদারি করি। মাগনা না ভাই। কাজী সোহাগের হয়ে আকাশ এ টাকা তুলে। বিগত সরকারের সময়ে সরকারি দলীয় নেতারা টাকা নিলেও কথায় মাধু্য্য ছিল। এখনতো বিএনপি অলিখভবে ক্ষমতায় এসে পড়েছে।  সেনাবাহিনীর এত সহনশীলতাকে অনেকটা ডোন্ট কেয়ার মোডে দেখছেন কাজী সোহাগ।  বন্দর ১ নং খেয়াঘাট স্ট্যান্ডসহ খান মাসুদের ব্যক্তিগত জেনারেটরসহ অফিস দখলে কাজী সোহাগ।  স্ট্যান্ডের টাকা তুলায় সিবু দাস নামের বেতনভোগী হিসেবে। স্ট্যান্ড, জেনারেটর যুবদলের নেতা কাজী সোহাগ দখল করে। কাজী সোহাগ মনে করতেছে অলিখিত ভাবে বিএনপি ক্ষমতা এসে পড়েছে। যা মনে চাই তাই করে যাচ্ছেন।  কাজী সোহাগদের মত লোকদের কারনে দলের সুনাম বিনষ্ট হচ্ছে।  যে ভুলের খেশারত দিচ্ছে আওয়ামী লীগের কর্মী হতে শুরু করে নেতারা।  আওয়ামী লীগ নেতারা যে ভবের ঘরে ছিল সারা জীবনের জন্য ক্ষমতায় থাকবে। রাতে বিএনপির নেতাদের সাথে গোপন বৈঠক আর সকালে কর্মীরা সালাম দিলে যে ব্যস্থতা দেখাতো তার খেশারত দিচ্ছে।  সেই ভুল পথে হাটছেন কাজী সোহাগ ও সেচ্ছাসেবক দলের নেতা পাপ্পু ও হুমায়ন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩
  • ১১:৪৫
  • ১৫:৪১
  • ১৭:২১
  • ১৮:৩৬
  • ৬:০৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা