ডান্ডিবার্তা রিপোর্ট:
বিগত প্রায় ১৭ বছর ধরেই নারায়ণগঞ্জে আড়ালে ছিলো জামায়াত। প্রকাশ্যে তাদের দেখা মিলতো না। দলীয় সকল কাজকর্মই আড়ালে থেকে করতে হতো। কিন্তু এবার পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে নারায়ণগঞ্জে জামায়াত আবার প্রকাশ্যে এসেছেন। সেই সাথ প্রকাশ্যে এসেই তারা বেশ সরবতা দেখাচ্ছেন। সুশৃঙ্খলভাবেই সকল দলীয় কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। এতদিন আড়ালে থেকেই তারা সুসংগঠিত হয়েছেন। যার প্রমাণ বর্তমানে প্রকাশ্যে আসা জামায়াতের বিভিন্ন সভা সমাবেশে। গত ৫ আগস্টের পর থেকেই জামায়াতের প্রত্যেকটি সভা সমাবেশ নেতাকর্মীদের দ্বারা পূর্ণ হয়ে উঠছে। সেই সাথে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই সকল দলীয় কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। জানা যায়, আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালিন সময়ে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা অনেক নির্যাতন নীপিড়নের শিকার হয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের চেয়ে তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছেন। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পঙ্গুত্ববরণ সহ নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। মামলা হামলা তো বলারই অপেক্ষা থাকে না। পুলিশি রিমান্ডে গিয়ে সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন। এরই মধ্যে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আর এই সরকার পতনের মধ্য দিয়ে সারাদেশের মতো নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত ইসলামের নেতাকর্মীরা প্রকাশ্য আসেন। সেই সাথে তারা বিভিন্ন কার্যক্রম নিয়ে জনগণের দৌড়গোড়ায় পৌছাতে থাকেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের নিহত ও আহতদের বাসায় বাসায় গিয়ে হাজির হতে থাকেন নারায়গঞ্জ জামায়াত ইসলামের নেতাকর্মীরা। বিভিন্ন বাসায় বাসায় গিয়ে তারা নিরবেই আর্থিক সহযোগিতা প্রদান করেন। কারও কারও বেলায় সকল দায়িত্ব নেন জামায়াত ইসলাম। বিভিন্ন মেডিকেল সেবা নিয়েও তারা জনগণের দৌড়গোড়ায় যাচ্ছেন। নারায়ণগঞ্জের আলোচিত হত্যাকান্ড মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বীর সাথেও দেখা করেন তারা। রফিউর রাব্বীর সাথে তারা নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও নারায়ণগঞ্জের বিভিন্ন মহলের সাথে যোগাযোগ করছেন। প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ করে তাদেরকে সহযোগিতা করার ব্যাপারে বারবার আশ্বাস দিয়ে আসছেন। একই সাথে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত ইসলাম সাংগঠনিকভাবেও বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছেন। সেই সাথে তাদের সভা সমাবেশগুলোতে কোনো বিশৃঙ্খলা কিংবা ফটোশেষনের প্রতিযোগিতাও দেখা যায়নি। নিজেদের মধ্যে নেতৃত্বেরও কোনো প্রতিযোগিতা দেখা যায়নি। পাশাপাশি এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কল কারখানার ঝুট নামানো কিংবা কোনো চাঁদাদাবীর খবর পাওয়া যায়নি। বিগত দিনে অনেক নির্যাতন নিপীড়নের শিকার হলেও তাদেরকে এখন পর্যন্ত প্রতিশোধ পরায়ন হতে দেখা যায়নি। বরং তারা সকল ক্ষেত্রে সহনশীলতার পরিচয় দিয়ে নিরবে থেকেই তাদের সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দিন যাওয়ার সাথে সাথে তারা জনসাধারণের মন আকৃষ্ট করতে সক্ষম হচ্ছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের তৃণমূল পর্যায় তারা একের পর এক সভা সমাবেশে করে যাচ্ছেন। প্রায় প্রতিদিনই নারায়ণগঞ্জের কোনো না কোনো জায়গায় তাদের পোগ্রাম থাকছেই। তাদের কার্যক্রম দেখে মনে হওয়ার কোনো কারণ নেই যে বিগত সময়ে তারা আড়ালে ছিলো। আড়ালে থেকে সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছেন। এবার প্রকাশ্যে এসেও তারা সেটার প্রমাণ দিয়ে যাচ্ছেন।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯