ডান্ডিবার্তা রিপোর্ট:
দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে রাজনীতি করে আসছিল জাতীয় পার্টি। আওয়ামী লীগের সব অপকর্মে তাদের পরোক্ষ ভূমিকা ছিল। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে ক্ষমতার স্বাদ নিতো জাতীয় পার্টি। তবে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিপদে পড়েছে দলটির নেতাকর্মীরা। বর্তমানে তারা ছাত্র-জনতার আক্রোশে পড়েছেন। আওয়ামী লীগের মতোন জাতীয় পার্টির কিছুসংখ্যক নেতাকর্মী দেশ ছেড়ে পালাতে সক্ষম হলেও অধিকাংশ নেতাকর্মীরা দেশের মধ্যেই রয়ে গেছেন। তাদের গুরুত্ব কমার পাশাপাশি বর্তমানে নেই কোনো গ্রহণযোগ্য। বিএনপির মতোন তারা কোথাও কোনো রাজনীতি করার সুযোগও পাচ্ছেন না। বিশেষ করে গত বৃহস্পতিবার জাপার সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষ থেকে জাতীয় পার্টি আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যান্য জেলার মতোন নারায়ণগঞ্জের জাতীয় পার্টির নেতাকর্মীদেরও একই দশা। এখানকার সাবেক দ্ইু এমপি লিয়াকত হোসেন খোকা এবং একেএম সেলিম ওসমান জাতীয় পার্টির নেতা হলেও তারা পরোক্ষভাবে আওয়ামী লীগের লোক ছিল। আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ডে তারা সরাসরি সম্পৃক্ত ছিল। এদের মধ্যে লিয়াকত হোসেন খোকাকে নিজ নির্বাচনী এলাকা সোনারগাঁয়ে প্রকাশ্যে দেখা গেলেও গত ৫ আগস্টের পর থেকে সেলিম ওসমানকে নারায়নগঞ্জে দেখা যাচ্ছে না। তিনি বর্তমানে কোথায় আছেন, দেশে নাকি বিদেশে আছেন তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। সব মিলিয়ে নারায়ণগঞ্জে আগামীতে জাতীয় পার্টির রাজনীতি করা অনেক দু:সাধ্য বিষয় হয়ে দাঁড়াবে। সেই সঙ্গে ভোটারদের নিকট জাতীয় পার্টির গ্রহণযোগ্যতাও থাকবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। জানা যায়, মহাজোট গঠন করার স্বার্থে আওয়ামী লীগ টানা দুইবার সোনারগাঁ আসনটি জাতীয় পার্টির জন্য ছেড়ে দেয়। এর ফলে দুইবারই বড় ব্যবধানে এমপি নির্বাচিত হোন লিয়াকত হোসেন খোকা। তবে সর্বশেষ নির্বাচনে এই আসনটি জাতীয় পার্টির জন্য ছেড়ে না দেওয়ায় আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের নিকট তার পরাজয় ঘটে। পরাজয়ের পর থেকে তখন সোনারগাঁয়ের রাজনীতিতে নিষ্ক্রীয় হয়ে তিনি ঢাকার রাজনীতি সক্রিয় হোন। তবে গত দুই মাস ধরে ফের জেলার রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি। এর ফলে তাকে ঘিরে ফের আশার আলো দেখতে পারছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। কিন্তু আওয়ামী লীগের পতনের পর আবারও একই দশা হয় জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্যের। বর্তমানে তিনি বেকায়দায় রয়েছেন। যতোদিন নাগাদ আওয়ামী লীগ রাজনীতিতে কামব্যাক করতে না পারছেন খোকাও ততোদিন রাজনীতিতে আর আসতে পারছেন না। সেই সঙ্গে আগামীতে তার রাজনীতি করার সুযোগ ক্ষীণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, জাতীয় পার্টির অন্যতম প্রভাবশালী এমপি হিসেবে সারাদেশে পরিচিত ছিলেন একেএম সেলিম ওসমান। একাধিক নেতিবাচক কর্মকান্ডে সংবাদমাধ্যমে বেশ আলোচনায় ছিলেন তিনি। ২০১৪ সালে বড় ভাই এ কে এম নাসিম ওসমানের মৃত্যুর পর আসনটিতে উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন সেলিম ওসমান। এরপর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ী হোন তিনি। দুইবারই এই আসনে মহাজোটের শরিক জাপাকে ছাড় দিয়ে কোনো প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। এর ফলে প্রত্যেকবারই বড় ব্যবধানে এমপি নির্বাচিত হোন তিনি। আওয়ামী লীগের সময়ে সমঝোতার মাধ্যমে টানা সাত বার গার্মেন্ট মালিকদের সংগঠন বিকেএমইএ এর সভাপতি হয়েছিলেন তিনি। তবে আওয়ামী লীগ সরকার পতনে সবকিছু হারিয়েছেন তিনি।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯