আজ মঙ্গলবার | ৫ নভেম্বর ২০২৪ | ২০ কার্তিক ১৪৩১ | ২ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ১০:২৪

মুছাপুরে আওয়ামীলীগ নেতা কাদির ডিলারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ডান্ডিবার্তা | ০৫ নভেম্বর, ২০২৪ | ৮:৩৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

বন্দর উপজেলার মুছাপুরে জোর পূর্বক জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। রাজনৈতিক পট পরিবর্তন হলেও অপকর্ম থেমে নেই এই আওয়ামীলীগ নেতার। অভিযুক্ত আব্দুর কাদির ডিলার নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য। তার তিন ছেলেও আওয়ামীলীগের রাজনীতিতে জড়িত রয়েছে। এর মধ্যে মনির হোসেন মুছাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি, আলীনূর মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরী সদস্য, মেজবাহ উদ্দিন মিলন একই ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। কাদির ডিলারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ও তার ছেলেদের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের সেল্টার দেওয়ার অভিযোগ রয়েছে। জানা গেছে, কামতাল মৌজায় ২৬৬ শতাংশ জায়গা দখল করে রেখেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য কাদির ডিলার। জায়গাটি ক্রয়সূত্রে মালিক সিহাব উদ্দীন মেম্বার, মান্নান মাষ্টার, মোয়াজ্জেম হোসেন কালু, মনির হোসেন ও ওয়ারিশ সূত্রে মালিক সামসুন নাহার। পরবর্তী সময়ে কাদির ডিলার সিএস ওয়ারিশ দাবি করলে হযরত আলীর সঙ্গে একটি আপোষ মীমাংসা হয়েছিল। পরে আপোষ বন্টন দলিল করেন, যার দলিল নং- ৩৭৯৩। এছাড়াও ২৬৬ শতাংশ জায়গা নিয়ে কাদির ডিলারের নামে আদালতে একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল কাদির ডিলার। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। আওয়ামীলীগের শাসনামলেও জোরপূর্বক জায়গা দখল করেছেন। সরকার পতনের পরও থেমে নেই এই আওয়াম লীগ নেতার অপকর্ম, দখল করেছে ২৬৬ শতাংশ জায়গা। সরকার পতনের পর বন্দরে অনেকের নামে মামলা হলেও রহস্যজনক কারণে মামলা থেকে বাদ পড়েন কাদির ডিলার সহ তার তিন ছেলে। মুছাপুর ইউনিয়নের সন্ত্রাসীদের গডফাদার ও চিহ্নিত ভূমিদস্যু আব্দুর কাদির ডিলারের রাহুগ্রাস থেকে মুক্তি পেতে চায় এলাকাবাসী। ভুক্তভোগীদের অভিযোগ, বিগত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কাদির ডিলার আওয়ামীলীগের প্রভাবে মুছাপুর ইউনিয়ন জুড়ে ত্রাসের রাজত্ব করেছেন। এমনকি তার পরিবারের সদস্যরা সন্ত্রাসী কর্মকান্ড সহ মাদকের সেল্টার দাতা হিসেবে পরিচিত ছিলেন। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রয়েছে ধর্ষণ সহ একাধিক মামলা। সরকার পতনের পরও স্থানীয় বিএনপির কতিপয় কিছু নেতাদের প্রত্যক্ষ মদদে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তারা। বিএনপির দলীয় নেতাদের নামে মামলা হলেও কাদির ডিলারের নামে রহস্যজনক কারনে কোন মামলা হয়নি। আমরা ২৬৬ শতাংশ জায়গার মালিক থাকা সত্বেও জায়গায় যেতে পারছিনা। আদালতে মামলা চলমান থাকলেও আমাদের হুমকি দিয়ে আসছে এবং জায়গার আশেপাশেও যেতে পারছিনা। জায়গাটি দখল মুক্ত পেতে পুলিশ সুপার ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩
  • ১১:৪৫
  • ১৫:৪১
  • ১৭:২১
  • ১৮:৩৬
  • ৬:০৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা