ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (৬ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আসেন সংগঠনটির জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরের সভাপতি মাওলানা মুফতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক সুলতান মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কবির। মুফতি মাসুম বিল্লাহ এসময় বলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনে হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। অন্যায়কারীকে আমরা কখনো প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দিবো না। আমরা সর্বদা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পাশে ছিলাম, আছি এবং থাকবো। প্রেস ক্লাব তার নিজস্ব গতিতে এবং গঠনতন্ত্র মতে চলবে। অধ্যাপক সুলতান মাহমুদ বলেন, দেশের আপামর ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টায় ২৪’র জুলাই-আগস্টের আন্দোলনের মাধ্যমে এদেশকে স্বৈরাচারমুক্ত করা হয়েছে। যারা এককভাবে এর ক্রেডিট নিতে চায়, তারা বোকার স্বর্গে বাস করছে। প্রেস ক্লাবে হামলার ঘটনাকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন, সারা বাংলাদেশে বিভিন্ন জেলা-উপজেলায় প্রেস ক্লাব আছে, এদের মাঝে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আলাদা একটি মর্যাদা আছে। প্রেস ক্লাব কোনো দখলের জায়গা না, প্রেস ক্লাবে যারা হামলা করেছে, প্রশাসনকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। এদিকে, হামলার ঘটনায় নিন্দা জানিয়ে প্রেস ক্লাবের পাশে থাকার ঘোষণা দেয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেস ক্লাব সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন। মতবিনিময় শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন মুফতি মাসুম বিল্লাহ। এসময় সকলের সুস্থতা ও দীর্ঘায়ুসহ প্রেস ক্লাবের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার যুগ্ম সম্পাদক হাজী আমান উল্লাহ, সদস্য আবুল হোসেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতি আব্দুল হাকিম, ইসলাম আন্দোলন না.গঞ্জ শহর শাখার সাধারণ সম্পাদক রোমান, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলন মহানগরের সভাপতি ওমর ফারুক প্রমুখ। প্রেস ক্লাবের সদস্য ও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি আরিফ আলম দীপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী কমিটির সদস্য আবু সাউদ মাসুদ, আব্দুস সালাম, মাহফুজুর রহমান, আফজাল হোসেন পন্টি প্রমুখ। উল্লেখ্য, মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর একটার দিকে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় হামলার নেতৃত্বদানকারী মাসুদ রানা রনি নামে এক জনকে আটক করে পুলিশ। এ হামলার ঘটনায় ১৪জনকে আসামী করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষে ক্লাবের ম্যানেজার মোঃ মাসুম বিল্লাহ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯