ডান্ডিবার্তা রিপোর্ট:
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল গণসমাবেশের আয়োজন করা হয়েছে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)‘র নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে এই বিশাল গণসমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল আড়াইটার সময় শহীদ জিয়া হল প্রাঙ্গনে সমাবেশ শুরু হবে। সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। নারায়ণগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস জাঁকজমকভাবে পালন করতে এই গণসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই সাথে থাকছে নেতাকর্মীদের তাক লাগানো বিশাল শোডাউন। জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির সার্বিক সহযোগিতায় ও দিকনির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ দিন-রাত কাজ করে চলেছেন । অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে নেতাকর্মীরাও চাঙা হয়ে উঠেছেন। এরইমধ্যে জাসাস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের প্রত্যেকে গণসমাবেশের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সকলের প্রত্যাশা, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে জাসাস‘র আয়োজন হবে অবিস্মরণীয় । জাসাস নারায়ণগঞ্জ মহানগর‘র সভাপতি মো. স্বপন চৌধুরীর সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সাবেক এমপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাসাস নারায়ণগঞ্জ জেলার সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ূন কবীর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. মো. জাকির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯