আজ বুধবার | ১৩ নভেম্বর ২০২৪ | ২৮ কার্তিক ১৪৩১ | ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ১:৩৪

বক্তাবলীর আওয়ামীলীগ নেতা এখন কৃষক দলের নেতা!

ডান্ডিবার্তা | ০৬ নভেম্বর, ২০২৪ | ৯:৫৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

আওয়ামীলীগ সরকারের ১৭ বছর শাসন আমলে বক্তাবলী ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের বিভিন্ন অপকর্মের হোতা সোহরাব ও হালিম এখন নব্য বিএনপি নেতা বনে গেছেন। এ নিয়ে বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে চরম ক্ষোভ। সুত্রে জানা যায়, বিগত দিনে আওয়ামীলীগের প্রতিটি কর্মসুচী অংশ নিয়ে এলাকায় প্রভাব বিস্তারের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের কোনঠাসা করে রাখা আওয়ামীলীগের দোসর সোহরাব ও হালিম মাতবর ভোলপাল্টে এখন বনে গেছেন কৃষক দলের নেতা। সূত্রে আরো জানা যায়,বিগত গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় শেখ মুজিবুর রহমানের মাজারে গিয়ে পুষ্পস্তবক অর্পন করে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে সোহরাব ও হালিম মাতবর নিজেদের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নিজেদের জাহির করেছিলেন। শুধু তাই নয় ১৫ই আগষ্ট শোক দিবস ও ১৭ মার্চ বঙ্গবন্ধু জন্মদিন পালন সহ আওয়ামীলীগের প্রতিটি কর্মসুচীতে অংশ গ্রহন করেছে তারা। ফতুল্লা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য জাহাঙ্গীরের সাথে সখ্যতা তৈরী করে এলাকায় বিভিন্ন অপকর্ম করে হয়েছিল আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন। ২০২৪ সালের ৭ জানুয়ারী একতরফা সংসদ নির্বাচনে শামীম ওসমানের ছবির সহ ব্যাচ পরিধান করে বক্তাবলী ইউনিয়ন ৯নং ওয়ার্ডের কেন্দ্রে প্রচারনা সহ নৌকা প্রতীকে ভোট চেয়েছে সোহরাব ও হালিম। তারা দু’জনের বিগত দিনে আওয়ামীলীগের প্রতিটি কর্মসুচীতে নেতাকর্মীদের সাথে সক্রিয় ভাবে অংশ গ্রহন করে ফায়দা হাসিল করেছে। ছাত্র জনতার আন্দোলনে ৫ আগষ্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বক্তাবলী ইউনিয়ন ৯নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মোশারফ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বক্তাবলী ইউনিয়নের কৃষকদলের সহ সভাপতি পদ সোহরাবকে বাগিয়ে দেন। পাশাপাশি হালিম মাতবরকে ভাগিয়ে দেন বক্তাবলী ইউনিয়নের কৃষকদলের সদস্য পদ। এ নিয়ে বক্তাবলী ইউনিয়ন ৯ নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আরো জানান, যারা বিগত দিনে আওয়ামীলীগের দোসর হিসেবে মানুষের কাছে পরিচিতি পেয়েছে তারা এখন ভোলপাল্টে এখন বিএনপি নেতা বনে যাচ্ছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা জরুরী। তা না হলে জাতীয়তাবাদী দল বিএনপি কঠিন সংকটের মুখে পড়বে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৫১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬
  • ১১:৪৬
  • ১৫:৩৯
  • ১৭:১৮
  • ১৮:৩৪
  • ৬:১০
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা