আজ শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ৯:১৮

টিপুকে হত্যা চেষ্টার মামলায় নেতাকর্মীদের জামিন

ডান্ডিবার্তা | ০৬ নভেম্বর, ২০২৪ | ৯:৫৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুকে হত্যা চেষ্টার মামলায় বিএনপির বহিষ্কৃত আতাউর রহমান মুকুল ও পদত্যাগকারী আবুল কাউসার আশাসহ নেতাকর্মীদের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার ( ৬ নভেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমানের আদালতে হাজির হয়ে আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন করলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে ১০ হাজার টাকা বন্ডে মামলার চার্জশিট পর্যন্ত প্রত্যেক আসামির জামিন মঞ্জুর করেছেন। এর আগে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনের পর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে বেলবন্ড পানিশ করেছিলেন তারা। এদিকে সকাল থেকেই মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুকে হত্যা চেষ্টা মামলায় আদালতে বিএনপির বহিষ্কৃত আতাউর রহমান মুকুল ও পদত্যাগকারী আবুল কাউসার আশাসহ নেতাকর্মীদের জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত পাড়ায় এড. টিপু ও মুকুল – আশার কর্মী ও সমর্থকরা মহড়া দিতে দেখা যায়।  দুই পক্ষের নেতাকর্মীদের মহড়ায় আদালত পাড়ায় চরম উত্তেজনা বিরাজ করে ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়।  পরে সেনাবাহিনী, বিজেপি, র‍্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীরা এসে দুপক্ষের নেতাকর্মীদেরকে সরিয়ে দেয়। জানাগেছে, গত ৬ সেপ্টেম্বর বিকেল চারটায় বন্দর উপজেলার তিনগাঁও সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশে যাওয়ার পথে নবীগঞ্জ এলাকায়  মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুকে হত্যার উদ্দেশ্যে বহিষ্কৃত আতাউর রহমান মুকুল ও পদত্যাগকারী আবুল কাউসার আশার নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। হামলায় টিপুসহ ১০জনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। পরে গত ৭ সেপ্টেম্বর মামলায় ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল কাউসার আশা, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বিএনপির কর্মী সৌরভ, রাজিব, মোস্তাক আহমেদ, পাভেল সরকার, জাকির হোসেন, রাসেল আহম্মেদ, ওয়াসিম ওরফে বোমারু ওয়াসিম, আবদুল জলিল, রুবেল, কামলেটঁ, শাহ আলমসহ বিএনপি ও আওয়ামী লীগের ৫৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও প্রায় দেড়শ জনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেন আবু আল ইউসুফ খান টিপু। বন্দর থানার মামলা নং ১৪(৯)২৪।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ১৫:৩৬
  • ১৭:১৫
  • ১৮:৩১
  • ৬:১৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা