ডান্ডিবার্তা রিপোর্ট:
আড়াইহাজারের ফতেপুর ইউনিয়নের বগাদী এলাকায় গতকাল গভীর রাতে আশাবুদ্দিন নামে এক ভটভটি চালকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল দোচালা টিনসেট ঘরের দরজা সিমেন্টের পিলার দিয়ে ভেঙে ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে ঘরে থাকা পরিবারের সদস্যদের হাত ও চোখ বেঁধে মূল্যবান প্রায় ৭ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। ক্ষতিগ্রস্ত আশাবুদ্দিন জানান, রাত আনুমানিক ২টার দিকে বজ্রপাতসহ মুষূধারে বৃষ্টি হচ্ছিল। এসময় একদল ডাকাত তার টিনসেট ঘরের দরজা সিমেন্টের পিলার দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও চোখ বেঁধে ফেলে। তিনি আরও বলেন, স্থানীয় ব্র্যাক সমিতি থেকে ২ লাখ টাকা ঋণ বাবদ উত্তোলন করে তা স্টীলের আলমারীতে রাখা ছিল। উক্ত টাকগুলো লুট করা হয়েছে। এছাড়াও ৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও দুইটি মোবাইল সেট লুটে নেয় ডাকাতদল। তিনি বলেন, ‘আমার মতো এমন দিনমজুরের বাড়িতে ডাকাতির ঘটনায় পুরো এলাকায় মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাশার নামে এক ব্যক্তির অভিযোগ, ‘একই রাতে ফতেপুর ইউনিয়নের আরো কয়েকটি বাড়িতে ডাকাতদল হানা দেওয়ার চেষ্টা করে। এসময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাতদলের সদস্যদের ধাওয়া দেওয়া হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। কিন্তু এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ দেয়নি। তার পরও আমরা দুস্কৃতিকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছি। প্রসঙ্গত. আড়াইহাজার শাখা ইসলামী ব্যাংক থেকে ১৩ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে ফেরার পথে দিনেদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৪ নভেম্বর বেলা সাড়ে ১২টার দিকে আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রিজ নামক এলাকায় এই ঘটনা ঘটে। ইসলামী ব্যাংকের স্থানীয় কালাপাহাড়িয়া ইউনিনের একটি বাজারের এজেন্ট শাখার মালিক আলাউদ্দিন মিয়া সিএনজি যোগে আড়াইহাজার শাখার ইসলামী ব্যাংক থেকে তার নিজ এলাকায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। এক পর্যায়ে টাকা ভর্তি ব্যাগটি পিস্তুল ঠেকিয়ে ছিনিয়ে নিয়ে যায় দুস্কৃতিকারীরা। কালাপাহাড়িয়া ইউনিয়নের ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার মালিক আলাউদ্দিন মিয়া ১৩ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে তার নিজ এলাকায় ফির ছিলেন। এক পর্যায়ে তাদের বহনকৃত সিএনজিটি স্থানীয় শিবপুর এলাকার ব্রিজের কাছে পৌঁছলে একটি গাড়ীতে করে ৪ থেকে ৫ জন লোক তাদের গতিরোধ করেন। এক পর্যায়ে তাদের পিস্তুল ঠেকিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯