ডান্ডিবার্তা রিপোর্ট:
বাসভাড়া ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৪৫ টাকা করা, সিএনজি চালিত সকল বাসের ভাড়া কমানো এবং ছাত্রদের অর্ধেক ভাড়া কার্যকর করার দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলার নারী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেয় তারা। স্মারকলিপি দেয়া নারী সংগঠনগুলো হচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ, জাতীয়তাবাদী মহিলা দল, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বিপ্লবী নারী সংহতি, শ্রমজীবী নারী মৈত্রী ও সিপিবি নারী সেল। স্মরকলিপি দেয়াকালে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের শোভা সাহা, শিলা সরকার, সমাজতান্ত্রিক মহিলা ফেরামের নিগাঢ় সুলতানা পলি, সুলতানা আক্তার, কামরুন্নাহার, সুইটি বেগম, বিপ্লবী নারী সংহতির পপি রানী সরকার, নাজমা বেগ, আখি দাস, শ্রমজীবী নারী মৈত্রীর রাশিদা আক্তার ও কবি রাজলক্ষ্মী। দুপুরে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে একই দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার ট্রেড ইউনিয়ন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, রি রোলিং মিলস শ্রমিক ফ্রন্ট, রি রোলিং ইষ্টিল মিলস শ্রমিক ফ্রন্ট, শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ ও ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন। এসময় উপস্থিত ছিলেন হাফিজুল ইসলাম, আবদুল হাই শরীফ, সেলিম মাহমুদ, এম এ শাহনি, ইকবাল হোসেন, তপন কুমার রায়, সোহাগ প্রমুখ। স্মারকলিপিতে বলা হয়, নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা, নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোড, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম রুটের সিএনজি চালিত সকল বাসের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করা, নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা এবং এই রুটের বেসরকারী সকল এসিবাসের ভাড়া ৬৫ টাকা করা। আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি সমূহ বাস্তবায়নের দাবি জানানো হয়।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯