ডান্ডিবার্তা রিপোর্ট:
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইন-২০২৪ উপলক্ষে নারায়ণগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান’র সভাপতিত্বে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অবহিতকরণ সভায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-৩ আসলাম মিয়া, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহীদুল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম। সভায় বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মো. কামরুজ্জামান, জেলা ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মো. জামাল হোসেন ও জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রওশন জাহান। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদ’র সঞ্চালনায় সভায় এইচপিভি সংক্রান্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাঃ লী শান্তা মন্ডল।ন্যাশনাল ইপিআই কনসালটেন্ট ( ইউনিসেফ) ঢাকা বিভাগ। অবহিতকরণ সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ইপিআই সুপারিয়েন্টডেন্ট লুৎফর রহমান। সভায় জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান জানান, ইতিমধ্যে ঢাকা বিভাগের ১৩টি জেলা, ৪টি সিটি করপোরেশনের আওতাভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম-৯ম ও সমমান শ্রেণির ছাত্রী, শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরীদের ১ ডোজ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। সেখানে ৭৪.৫২% কাভারেজ অর্জিত হয়েছে। কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিভাগের সকল জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে ০৫ কর্মদিবস ব্যাপী এইচপিভি ক্যাচ-আপ ক্যাম্পেইন-২০২৪ আগামী ১০ নভেম্বর হতে ১৪ নভেম্বর পর্যন্ত বাদ পড়া সকল ছাত্রী ও কিশোরীদের টিকা প্রদান করা হবে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯