আজ শনিবার | ৯ নভেম্বর ২০২৪ | ২৪ কার্তিক ১৪৩১ | ৬ জমাদিউল আউয়াল ১৪৪৬ | সকাল ৭:৫০

কামাল চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

ডান্ডিবার্তা | ০৭ নভেম্বর, ২০২৪ | ৮:৪৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

বন্দরে MH Deluxe এন্টারপ্রাইজ ও বিনিময় ট্রেড্রাসসহ দুই ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে চাঁদা না পেয়ে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেনসহ তার পালিত সন্ত্রাসীরা বলে অভিযোগে উল্লেখ করেন ভুক্তভোগী মোঃ রাকিবুজ্জামান। এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী বন্দর শাখায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রাকিবুজ্জামান।  অভিযোগে তিনি উল্লেখ করেন গত (৩১শে অক্টোবর) বৃহস্পতিবার ১নং বিবাদী কামাল হোসেনের হুকুমে কাইয়ুম,লিটন,জাকিরসহ ৫/৬ জন বিবাদীরা আমার দায়িত্বরত কর্মস্থল বন্দর থানাধীন জাঙ্গাল রোডে এসে আমাকে দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র দেখিয়ে আমার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করিলে। আমি ১নং বিবাদী কামালের কাছে ঐ দিন নিজ আত্ন-রক্ষার জন্য ৪নং বিবাদীর নামে যমুনা ব্যাংক লিমিটেড এর ১  লক্ষ টাকার চেক প্রদান করি। আমি বন্দর থানাধীন জাঙ্গাল রোডের পূর্বের আমরা একটি সরকারি টিন সেট ঘর নির্মাণ করি কর্মীদের খাওয়া দাওয়া ও বিশ্রামের জন্য। উক্ত টিন সেট ঘর অদ্য সকাল ৩১/১০/২০১৪ইং তারিখে আনুমানিক ০৭.০০ ঘটিকার সময় ট্রাক দিয়ে অন্যথায় টিনের ঘরটি নিয়ে যাওয়ার সময় চাঁদা দাবি করলে আমি চাঁদা দিতে অস্বীকার করায় ১নং বিবাদী কামালের হুকুমে সকল বিবাদীরা আমাদের উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। ২নং বিবাদী কাইয়ুম দেশীয় অস্ত্রদিয়ে আমার মাথায় এবং হাতে আঘাত করে রক্তাক্ত জখম কর মাটিতে ফেলে দিয়ে আমার সাথে সাথে প্রতিষ্ঠানের ৫০,০০০/=হাজার টাকা ও ১টি স্মার্ট মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। আমার ডাক চিৎকার এ আশেপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে প্রেরন করেন। এ নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই এন্টারপ্রাইজের ম্যানেজার রাকিবুজ্জামান। এ বিষয়ে কামাল হোসেন মুঠো ফোনে বলেন এ বিষয়ে তো অভিযোগ দেওয়ার কথা না, তিনিও নামাজী আমিও নামাজী, আমি কেন চাঁদা চাইতে যাব? এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে তিনি দাবি করেন ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩
  • ১১:৪৫
  • ১৫:৪১
  • ১৭:২১
  • ১৮:৩৬
  • ৬:০৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা