আজ শনিবার | ৯ নভেম্বর ২০২৪ | ২৪ কার্তিক ১৪৩১ | ৬ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ২:৪৭

রূপগঞ্জের পূর্বাচলে প্রকাশ্যে চাঁদাবাজি

ডান্ডিবার্তা | ০৭ নভেম্বর, ২০২৪ | ৮:৪৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে দুলাল হোসেন নামে এক সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। তার যন্ত্রণায় অতিষ্ঠ পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টর ও আশপাশের মানুষ। প্রকাশ্যে দোকানপাটে চাঁদাবাজি ও মাছ লুট থেকে শুরু করে মাদক স্পট থেকে মাসোহারা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জানা গেছে, রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টর এলাকার শত শত ব্যবসায়ী দুলাল হোসেনের কাছে জিম্মি হয়ে পড়েছে। ৫ আগষ্টের পর থেকে এলাকার নিরীহ ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে হাজার হাজার টাকা চাঁদা আদায় করেছে। স্থাণীয় পিঠা ব্যবসায়ীদের কাছ থেকে এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক ১০ হাজার টাকা হারে চাঁদা দিতে হচ্ছে দুলাল ও তার সহযোগিদের। টাকা না দিলেই শারীরিক নির্যাতন করা হয়। ১৩/১৪ বছর ধরে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের একটি লেকে স্থাণীয় ৩৬টি পরিবারের লোকজন মাছের খামার করে। সম্প্রতি ওই লেক থেকে দুলাল হোসেনের নেতৃত্বে প্রায় আড়াই লাখ টাকার মাছ ধরে নিয়ে গেছে। অপরদিকে লেংটার মাজার ও পূর্বাচলের হেলিপ্যাড চত্বর এলাকার অর্ধ শতাধিক দোকানপাট থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে। বিএনপির কেন্দ্রিয় নেতাদের নাম ভাঙ্গিয়ে এসব অপর্কম করে আসছে দুলাল হোসেন ও তার সহযোগিরা। দাবিকৃত চাঁদার টাকা না দিলে মারধর করা হচ্ছে। প্রতিবাদ করলে ব্যবসা করতে দিচ্ছে না ওই বাহিনী। জানা গেছে, পূর্বাচলের হারারবাড়ি এলাকার আব্দুল হাইয়ের ছেলে দুলাল হোসেন স্থাণীয়দের সাথে প্লট পাইয়ে দেয়ার নাম করে টাকা নিয়ে জালিয়াতি করেন। ওই জালিয়াতির বিরুদ্ধে ক্ষুদ্ধ হয়ে এলাকাবাসী ২০০৩ সালে স্বপরিবারে এলাকাছাড়া করে। সম্প্রতি দুলাল বাহিনী পূর্বাচল এলাকায় আবারো মাদক নিয়ন্ত্রণ থেকে শুরু করে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট করছে। এ বাহিনীর বিরুদ্ধে শরিফুল ইসলাম বাদি হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দুলাল হোসেনের মেয়ের কেলেংকারী মামলা থেকেও বাদ যাননি তিনি। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩
  • ১১:৪৫
  • ১৫:৪১
  • ১৭:২১
  • ১৮:৩৬
  • ৬:০৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা