ডান্ডিবার্তা রিপোর্ট:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের আমীর হিসাবে শপথ নিয়েছেন মুহাম্মদ আবদুল জব্বার। শুক্রবার (৮ নভেম্বর) বিকালে জামায়াতের কার্যালয়ে ২০২৫-২০২৬ সেশনের জন্য এই শপথ গ্রহন অনুষ্ঠানের আয়োজন করা করা হয়। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ ও ঢাকা অঞ্চল দক্ষিণ টিম সদস্য এড. মাশরুর আলম এবং মাওলানা আবদুল মান্নান। আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ জেলা আমির মুমিনুল হক সরকার, মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম, জেলা জামায়াত সেক্রেটারী জাকির হোহাইন, ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক ড. ইকবাল হোসাইন ভূইয়া, মহানগরী সেক্রেটারী ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারী জামাল হোসাইন, কর্মপরিষদ সদস্য ও মজলিশে শূরা সদস্যদের উপস্থিতিতে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। উল্লেখ্য এর আগে সকল রুকন/সদস্যদের প্রত্যক্ষ ভোটে মহানগর জামায়াতের আমীর পুনর্নির্বাচিত হন মুহাম্মদ আবদুল জব্বার। তিনি ২০২৩-২০২৪ সেশনেও নারায়ণগঞ্জ মহানগরের আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি ২০১৪-১৫ সালে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ছাত্রজীবন শেষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারীসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন মুহাম্মদ আবদুল জব্বার।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯