আজ বুধবার | ২২ জানুয়ারি ২০২৫ | ৮ মাঘ ১৪৩১ | ২১ রজব ১৪৪৬ | দুপুর ২:১০

বিএমজিটিএ জেলা সম্মেলন অনুষ্ঠিত

ডান্ডিবার্তা | ০৯ নভেম্বর, ২০২৪ | ৭:৩৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকালে বন্দর জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সান্ড্রা ম্যাকারসী হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরমান শাহজাদা ও খন্দকার রিপনের সঞ্চালনায় ও ফজলুর রহমানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এম জামাল উদ্দিন। এতে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ ও ফিরোজ আলম। সম্মেলনে নেতৃবৃন্দ শিক্ষকদের শূন্য পদে বদলি ,পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, ১৬ বছর পূর্ণ হলে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ,সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু,সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড, প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করেন। পরে মো. মনিরুল ইসলামকে সভাপতি ও আরমান শাহজাদাকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। এ সময়ে আরও উপস্থিত ছিলেন  সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, কে,এম শামীম, আব্দুস সাকুর, সহ-সভাপতি আবদুল হাই, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার, সিনিয়র সাংগঠনিক সম্পাদক এলিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আলাউদ্দিন প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা