বন্দর প্রতিনিধি
বন্দরের দক্ষিণ লক্ষণখোলায় ভ’মিহীনদের দেয়া কলোনীতে ডিসির বোন পরিচয় দিয়ে প্রভাব বিস্তারসহ নানা অপকর্মে কলোনীবাসীকে অতিষ্ট করে তুলেছে কভলে অভিযোগ পাওয়া গেছে। পিতার বাড়ি কুমিল্লায়, স্বামীর বাড়ি গোপালগঞ্জে হওয়ায় দীর্ঘ দিন যাবত গোপালগঞ্জের প্রভাব ও ডিসির বোন পরিচয় দিয়ে কলোনীবাসীদের সংগে ঝগড়া ও যাকে তাকে মারধর করে কলোনীবাসীদের বিষিয়ে তোলেছে। করোনীবাসীরা জানান, আমরা তার কাছে অসহায়। তার মুখের ভাষা অনেক খারাপ। সে স্বামী পরিত্যক্তা। সে কিভাবে সান সওকত ভাবে চলাফেরা করে তা বুঝা যায় না। তার ২টি ছেলে রয়েছে তারা শহরের কালীর বাজারে কাপড়ের দোকানে কাজ করে। আর ডিসির বোন পরিচয়দানকারী কুলসুম প্রভাব বিস্তার করে চলে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোন প্রতিকার পায়নি কলোনীবাসী। শনিবার সকালে স্বপন নামে এ যুবককে মারধর করেছে। এ ব্যপারে ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনায়েত হোসেন বলেন, কলোনীর এ মহিলার বিরুদ্ধে আমার কাছে অনেকে অভিযোগ করেছে। সে নিজেকে ডিসির বোন পরিচয় দিয়ে বেড়াত। এ ব্যপারে অভিযুক্ত কুলসুমের সাথে কথা হলে তিনি বলেন, আমার বাড়ির পাশে সাবেক ডিআইড হাবিবুর রহমানের বাড়ি। তার মাধ্যমে ডিসি সাহেব আমাকে কলোনীতে এ ঘর বরাদ্ধ দিয়েছেন। যেহেতু তিনি বন্দরের স্থায়ী বাসিন্দা নন তাই তিনি একবার বলেছিলেন তার ভাই ডিসি। আর কোন দিন পরিচয় দেইনি। তবে স্থানীয়রা যাতে তার কোন ক্ষতি করতে না পারে তাই তিনি এ ধরনের পরিচয় দিয়েছিলেন।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯