আজ বুধবার | ১৩ নভেম্বর ২০২৪ | ২৮ কার্তিক ১৪৩১ | ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ৪:৩৯

রাজনীতি না করেও হত্যা মামলার আসামি

ডান্ডিবার্তা | ০৯ নভেম্বর, ২০২৪ | ৭:৪৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার আসামি হয়ে ফেরারির মতন পালিয়ে বেড়াচ্ছে ব্যবসায়ীরা। তারা কোন রাজনীতি না করেও ষড়যন্ত্র করে এসব হত্যা মামলায় তাদের আসামি করা হয়েছে বলে পারিবারিক সূত্রে  জানা যায়। গত ৫ ই আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিহত ও আহতের পরিবাররা মামলা দায়ের করেন। এসব হত্যা ও হত্যাচেষ্টা মামলায় চিটাগাংরোড এবং হীরাঝিলের অনেক ব্যবসায়ীকে আসামি করা হয়েছে। এসব মামলার আসামি হয়ে ফেরারির মত পালিয়ে বেড়াচ্ছে তারা। এতে করে ব্যবসা প্রতিষ্ঠানসহ পরিবারের ভবিষ্যৎ  নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। চিটাগাংরোড মার্কেটের কাপড় ব্যবসায়ী, স্বর্ণের ব্যবসায়ী, ডেভলপার ব্যবসায়ীরা এখন ব্যবসা পরিচালনা করবেন নাকি মামলা পরিচালনা করবেন তা নিয়ে দুশ্চিন্তায় ও আতঙ্কে প্রতিটি প্রহর গুনছেন। এলাকাবাসী জানায়, হিরাঝিল ও চিটাগাং রোডে যেসব ব্যবসায়ীদের মামলায় আসামি করা হয়েছে তারা কখনো রাজনীতির সাথে জড়িত ছিল না। কে বা কাহারা হয়রানিমূলক ভাবে এইসব ব্যবসায়ীদের নাম দিয়ে দিয়েছে। তাই আমরা নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে অনুরোধ করছি এইসব মামলায় যেন কোন নিরপরাধ ব্যক্তি শাস্তি না পায়। মামলার আসামিদের পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ ই আগস্ট স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমাদের ছেলে মেয়ে আত্মীয়-স্বজনরা রাজপথে ছিল। কিন্তু ৫ ই আগস্ট এর পর সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা ও হত্যাচেষ্টা  মামলা করেন পরিবারের লোকজন। এসব মামলায় আমাদের পরিবারের সদস্যদের ষড়যন্ত্রমূলকভাবে তাদের নাম দেওয়া হয়েছে। যা খুবই দুঃখজনক। এসব মামলার আসামি হওয়ার পর থেকে ব্যবসা-বাণিজ্য ধ্বংসের পথে। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পালিয়ে বেড়াচ্ছে তারা। তাই উক্ত বিষয়ে তদন্ত করে যেসব নিরপরাধ ব্যবসায়ীদের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে তাদের মামলা থেকে অব্যহতির আবেদন জানান ভুক্তভোগী পরিবাররা। পুলিশ সূত্রে জানা যায়, নিরপেক্ষ তদন্ত করে আসামিদের চিহ্নিত করা হবে। নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৫১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬
  • ১১:৪৬
  • ১৫:৩৯
  • ১৭:১৮
  • ১৮:৩৪
  • ৬:১০
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা